নবান্ন স্কলারশিপ ২০২৫ আবেদন শুরু! যোগ্যতা, ডকুমেন্ট কি লাগবে?

By: WB Tathya

On: May 27, 2025

Follow Us:

Nabanna Scholarship 2025 Apply Online

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

পশ্চিমবঙ্গ রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় নবান্ন স্কলারশিপ এর আবেদন গ্রহণ। এই দুর্দান্ত স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই উপকৃত হয়েছেন। এবারে ২০২৫ সালের জন্য এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্ন স্কলারশিপের আবেদন গ্রহণের জন্য পোর্টাল ওপেন করা হলো।

ছাত্র ছাত্রদের উচ্চ শিক্ষার জন্য নবান্ন স্কলারশিপের মাধ্যমে দুর্দান্ত আর্থিক সহায়তা পাওয়া যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য তার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ রক্ষায় এবং উচ্চশিক্ষার আশাপূরণের উদ্দেশ্যে এই প্রকল্পটি বেশ কয়েক বছর আগে চালু করেছিল। তাই প্রকল্পের বিস্তারিত তথ্য এবং যোগ্যতার মাপদন্ড জেনে নেওয়ার জন্য পড়ুন আজকের প্রতিবেদনটি।

পশ্চিমবঙ্গ রাজ্যে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের পক্ষে প্রতিদিনের রোজগারের মাধ্যমে সংসার চালানোই প্রায় অসম্ভব হয়ে যায়। এই সমস্ত পরিবারের উচ্চ মেধা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণের সাথী হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

এই স্কলারশিপ এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিকের লেখাপড়া এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার পর স্নাতক স্তরে সাধারণ লেখাপড়া কিংবা পেশাগত বিভিন্ন লেখাপড়া চালানোর জন্য এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মোটা অংকের আর্থিক সহায়তা করা হয়।

Eligibility Criteria

১) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবশ্যিকভাবে ইচ্ছুক ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) এক্ষেত্রে ছাত্রছাত্রীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন স্তরে লেখাপড়া করতে হবে।

৩) যে সকল ছাত্র-ছাত্রী তার পূর্ববর্তী বোর্ডের পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করেছেন তারাই এই প্রকল্পে আবেদনের যোগ্য।

৪) পশ্চিমবঙ্গ রাজ্যের যেসব ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর স্তরের লেখাপড়ার জন্য এই স্কলারশিপে আবেদন জানাতে চান, তাদের আবশ্যকভাবে পূর্ববর্তী পরীক্ষায় ৫০% থেকে ৫৩% -এর মধ্যে নম্বর পেতে হবে।

৫) আবেদনকারী ছাত্র-ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে।

৬) উল্লেখিত প্রকল্পে আবেদন জানানোর জন্য এবং এই প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা সঠিক ভাবে পাওয়ার জন্য ইচ্ছুক ছাত্র-ছাত্রীকে রাজ্যের কিংবা রাজ্যের বাইরে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য এডমিশন নিতে হবে।

স্কলারশিপের সুযোগ সুবিধা

পশ্চিমবঙ্গ রাজ্যের নবান্ন স্কলারশিপের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সাধারণ গ্রাজুয়েশন কোর্স, পেশাগত গ্রাজুয়েশন কোর্স যেমন- ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, নার্সিং, ফার্মেসি, আইন কিংবা পলিটেকনিক এর মত শিক্ষা গ্রহণের সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়।

i) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা সাধারণ গ্রাজুয়েশন কোর্সের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের বার্ষিক ১০ হাজার টাকা এবং

ii) পেশাগত গ্রাজুয়েশন কোর্সের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের বার্ষিক ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রয়োজনীয় নথিপত্র

  1. দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক স্তর অথবা স্নাতকোত্তর স্তরের মার্কশিট।
  2. আবেদনকারীর স্বাক্ষরিত স্ব-ঘোষণাপত্র।
  3. ব্যাঙ্ক পাস বইয়ের জেরক্স।
  4. এমপি বা বিধায়কের সুপারিশপত্র।
  5. আধার কার্ড বা ভোটার আইডি কার্ড।
  6. বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
  7. সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র।

আবেদন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ এ অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন জানানো যায়।

Nabanna Scholarship 2025 Apply Online

১) অনলাইন মাধ্যমে আবেদন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন জানানোর জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের cmrf.wb.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটের বৃত্তি বিভাগে গিয়ে “শিক্ষাগত আর্থিক সহায়তার জন্য আবেদন করুন” -এই অপশন থেকে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।

২) অফলাইন মাধ্যমে আবেদন- অফলাইন মাধ্যমে আবেদনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে এবং স্কলারশিপের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি হাতে কলমে পূরণ করে নবান্নের অফিসে গিয়ে জমা করে আসতে হবে।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements