ইন্টার্নশিপ

Nestle Internship Program: ফ্রি ইন্টার্নশিপ করাচ্ছে নেসলে কোম্পানি! প্রতিমাসে স্টাইপেন্ড ও সার্টিফিকেট পাবে।

ভারতবর্ষে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার। এই বেকার চাকরি প্রার্থীদের কর্মসংস্থানের বিষয়টা যথেষ্ট পরিমাণে চিন্তিত করে তুলেছে কেন্দ্রীয় সরকারকে। সক্ষম যুবক-যুবতীদের যদি দিনের পর দিন বাড়িতে বসে থাকতে হয় এবং তাদের যোগ্যতার উপর নির্ভর করে যদি সঠিক পরিমাণে চাকরির সুযোগ না পাওয়া যায় তাহলে সেটি সমগ্র দেশের অর্থনীতির ওপর চাপ ফেলতে পারে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এই সমস্যার সমাধানের জন্যই ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্র সরকারের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে internship প্রকল্পের ঘোষনা করা হয়েছিল। তারপর থেকে বহু সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি চাকরিপ্রার্থীদের ইন্টার্নশিপ এর সুযোগ করে দিচ্ছে ।

এবারে এমনই একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল ভারতের বিখ্যাত নেসলে কোম্পানির পক্ষ থেকে। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম থেকে চাকরি প্রার্থীরা বিভিন্ন বিষয়ে যেমন নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারবেন তেমনি পরবর্তীকালে এটি উচ্চমানের চাকরি পেতেও সহায়তা করবে।

তাহলে কোন কোন পদে, কোন কোন যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন? ইন্টার্নশিপ চলাকালীন কত বেতন পাবেন? কিভাবে আবেদন জানাবেন? এই প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলি পেতে অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।

ইন্টার্নশিপের সুবিধা

ইন্টার্নশিপের মেয়াদ৮ সপ্তাহ
You LearnHands-on exposure to impactful real world projects under the guidance of an experienced industry mentor
You EarnA certificate of experience from Nestlé, Amazon Vouchers worth Rs.10,000 and a chance at securing the GOLDEN TICKET!
QualificationUndergraduate / Post Graduate Degree

পদের নাম

বর্তমানে Nestle কোম্পানির পক্ষ থেকে ভারতবর্ষের চাকরিপ্রার্থীদের বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে ইন্টার্নশীপের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে মূলত সেলস, নিউট্রিশন, সাপ্লাই চেইন, ম্যানুফ্যাকচারিং এবং ইঞ্জিনিয়ারিং, কর্পোরেট ফাংশন ইত্যাদি কাজের জন্য বিভিন্ন যোগ্যতার চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

কেন ইন্টার্নশিপ করবে?

যে কোন ইন্টার্নশিপ প্রকল্পের মতই এই প্রোগ্রামেও সংস্থার পক্ষ থেকে চাকরি প্রার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে দক্ষ করে তোলা হবে। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম বিভিন্ন যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মজীবনের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদান করবে।

Nestle কোম্পানির ইন্টার্নশিপ নামক প্রোগ্রামের মাধ্যমে চাকরিপ্রার্থীরা, নিজেদের কর্ম অভিজ্ঞতা গড়ে তুলতে সক্ষম হবেন। সংস্থার মূল্যবান সার্টিফিকেটের পাশাপাশি ।


Read More: পড়াশোনার পাশপাশি অনলাইনে ইনকাম করো! সেরা ৬টি উপায় জেনে নাও।


পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা

সেলস– সেলস মার্কেটিং অথবা ব্যবসা সম্পর্কিত পড়াশোনায় যে সমস্ত চাকরির প্রার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি বা MBA ডিগ্রি লাভ করেছেন, তাদেরকেই মূলত এই পদে ইন্টার্ন হিসাবে নিয়োগ করা হচ্ছে।

নিউট্রিশন– নিউট্রিশন, ডায়েট অথবা সমতুল্য কোন বিষয় নিয়ে যে সমস্ত চাকরিপ্রার্থীরা যথাযথ ডিগ্রি অর্জন করেছেন, তারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ফার্মাসি বিষয় নিয়ে ডিপ্লোমা অথবা গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেও তাকে প্রার্থীরা এখানে আবেদন জানানোর জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

সাপ্লাই চেইন– এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সাপ্লাই চেইন বিষয়ের উপর MBA ডিগ্রী থাকতে হবে অথবা যে সমস্ত চাকরিপ্রার্থীরা সমতুল্য কোন বিষয়ের উপর স্নাতক উত্তর ডিগ্রী অর্জন করেছেন তারাও এখানে আবেদন জানাতে পারবেন।

ম্যানুফ্যাকচারিং এবং ইঞ্জিনিয়ারিং– চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ে B.E/B.Tech অথবা এর সমতুল্য ডিগ্রি অর্জন করে থাকতে হবে।

কর্পোরেট ফাংশন– উল্লেখিত পদে চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস অথবা, স্নাতক বা সমতুল্য ডিগ্রী অর্জন করতে হবে। এক্ষেত্রে HR, লিগাল, কর্পোরেট ফাইনান্স, সাস্টেনিবিলিটি, সাধারণ বিজনেস ম্যানেজমেন্ট ইত্যাদি অথবা এর সমতুল্য বিষয়ে এর উপর ডিগ্রী অর্জন করে থাকলে তবেই এই পদে আবেদন জানানো যাবে।

নিয়োগ পদ্ধতি

এখানে মূলত আবেদনের উপর ভিত্তি করে যথাযথ নিয়োগ পদ্ধতির অবলম্বন করেই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এই বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অবশ্যই নিয়োগ কারী সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটটি থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য জেনে নিতে পারেন।

আবেদন পদ্ধতি

ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের NESTLE কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য অবশ্যই প্রথমে নিজের Email Id-র সাহায্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে জমা করে দিতে হবে।

Login & Sign Up: প্রথমে, Talent Games পোর্টালে প্রার্থীর নিজের নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন করার সময়, আবেদনকারীর সমস্ত তথ্য অবশ্যই সঠিকভাবে ফিলাপ করবে।

Online Assessment: অনলাইনে রেজিস্ট্রেশন করার ৭২ ঘণ্টার মধ্যে একটি অনলাইন টেস্ট দিতে হবে।

Onboarding: অনলাইনে টেস্ট পাস করলে প্রার্থীকে এপ্রিল মাস নাগাদ Nestle Internship Program-এ জয়েন করিয়ে নেওয়া হবে ।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements