SBI Youth for India Internship 2025: স্টেট ব্যাঙ্ক করাচ্ছে সামার ইন্টার্নশিপ! থাকা- খাওয়া, যাতায়াত খরচ সব দেবে।

আপনি কি ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কাজ করতে আগ্রহী, অথচ এই ব্যাংকের পরীক্ষাগুলিতে বিপুল পরিমাণে প্রতিযোগিতা থাকায় নিজের জায়গা করে নিতে পারছেন না? তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। এই ধরনের প্রশিক্ষণ ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাসিক বেতন যুক্ত ইন্টার্নশিপ প্রকল্প শুরু করা হয়েছে।
দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে পুরুষ মহিলা নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট এর কাজ করার সুযোগ পাবেন। এর পাশাপাশি গ্রামে গঞ্জে ব্যাংকের একাধিক পরিষেবা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিজেদের কর্ম দক্ষতা এবং কর্মজীবনের অভিজ্ঞতা বৃদ্ধি করতে সক্ষম হবেন চাকরি প্রার্থীরা। তাহলে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই দুর্দান্ত নিয়োগ সম্পর্কে সমস্ত তথ্য বিশদে জানতে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।
ইন্টার্নশিপের নাম: SBI Youth for India Fellowship
ইন্টার্নশিপের উদ্দেশ্য
ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত সঠিকভাবে সরকারি ব্যাংকের পরিষেবা পৌঁছানো সম্ভব হয়নি। এর পাশাপাশি একাধিক গ্রামের মানুষেরা ব্যাংকিং পরিষেবা সম্পর্কে বিশদ বিবরণ এবং ব্যাংকের পক্ষ থেকে চালানো বিভিন্ন বিনিয়োগ প্রকল্পগুলির সম্পর্কে অবগত নন।
এই সমস্ত মানুষ যাদের মাঝে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল স্তরে বিভিন্ন গ্রামেগঞ্জে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রকল্প পৌঁছে দেওয়া যেমন সম্ভব হবে, তেমনি চাকরিপ্রার্থীদের জন্যেও এটি দুর্দান্ত সুযোগ প্রদান করবে।
Read More: বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? মার্চ মাসের ৮টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি।
এই দুর্দান্ত ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষের চাকরি প্রার্থীরা দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা এবং কর্ম দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবেন। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের জন্য একাধিক সুযোগ-সুবিধাও প্রদান করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ইন্টার্নশিপের সুযোগ সুবিধা
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রাম বর্তমানে খুবই জনপ্রিয় একটি ইন্টার্নশিপ স্কীম। এই প্রকল্পের মাধ্যমে চাকরিপ্রার্থীদের ১৩ মাসের কর্মজীবনের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ প্রদান করা হয়।
২) এই প্রকল্পের মাধ্যমে চাকরিপ্রার্থীরা যেমন ব্যাংকের বিভিন্ন কাজ সম্পর্কে জেনে নিয়ে সেই কাজ ভারতবর্ষের একাধিক এলাকায় ছড়িয়ে দিতে পারবেন, তেমনি ব্যাংকের পক্ষ থেকে মোটা অংকের বেতন পেতেও সক্ষম হবেন।
৩) ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রাম এর মাধ্যমে SBI নিযুক্ত ইন্টার্নদের মাসিক বেতন হিসেবে প্রতি মাসে ১৬,০০০/- টাকার পাশাপাশি ২০০০ টাকার যাতায়াত খরচ এবং ১০০০ টাকার প্রকল্পের বিভিন্ন খরচ প্রদান করা হয়।
৪) যে সমস্ত চাকরি প্রার্থীরা তাদের সম্পূর্ণ ইন্টার্নশিপ সময়সীমা অতিক্রম করবেন, তাদেরকে SBI এককালীন ৯০ হাজার টাকা প্রদান করবে।
৫) এর পাশাপাশি ইন্টার্নশিপের শেষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল্যবান সার্টিফিকেট ও কর্ম অভিজ্ঞতার সার্টিফিকেট প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
১) উল্লেখিত প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে আবশ্যকভাবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) এর পাশাপাশি দেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে অন্ততপক্ষে স্নাতক ডিগ্রী থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
৩) ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা এই ইন্টার্নশিপ প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।
৪) উল্লেখিত প্রকল্পে আবেদনের জন্য কোন সরকারি কিংবা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকলে চলবে না।
আবেদন পদ্ধতি
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ২০২৫-২৬ বর্ষের জন্য ইন্টার্নশিপ প্রকল্পে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এই দুর্দান্ত প্রকল্পে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের youthforindia.org -এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে SBI Youth for India Fellowship Program 2025 -এর জন্য রেজিস্ট্রেশন করে আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে জমা করতে হবে।