ইন্টার্নশিপ

পশ্চিমবঙ্গ সরকারের ইন্টার্নশিপ প্রোগ্রাম! সবাই ১০ হাজার টাকা করে পাবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকেও এমনই এক ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে আসা হল ছাত্র-ছাত্রীদের সামনে। এক্ষেত্রে উচ্চশিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা ইন্টার্নশিপ এর মাধ্যমে নিজেদের ভবিষ্যতের দক্ষতা গড়ে তুলতে পারবেন এবং বিভিন্ন জায়গায় সহজেই চাকরির আবেদন জানাতে পারবেন।

ইন্টার্নশিপের কথা এখন যত্রতত্র সর্বত্র। অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার গুলি সকলেই প্রায় ভারতবর্ষে ইন্টার্নশিপের মাধ্যমে মেধা বৃদ্ধির বিষয়টিতে দৃষ্টিপাত করেছেন এবং সরকারি বাজেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপের প্রচার চলছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও এই বিষয়ে আর পিছিয়ে নেই। সম্প্রতি এক মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে শুরু করা ইন্টার্নশিপের বিষয়ে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বর্তমানে প্রায় সমস্ত সরকার গুলি নিজেদের রাজ্যের ছেলে-মেয়েদের মেধা বৃদ্ধির প্রতিযোগিতায় Internship কে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকেও এমনই এক ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে আসা হল ছাত্র-ছাত্রীদের সামনে। এক্ষেত্রে উচ্চশিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা ইন্টার্নশিপ এর মাধ্যমে নিজেদের ভবিষ্যতের দক্ষতা গড়ে তুলতে পারবেন এবং বিভিন্ন জায়গায় সহজেই চাকরির আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনটিতে আমরা এই প্রকল্প সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি।

সম্প্রতি সময়ে পশ্চিমবঙ্গের এক মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গ ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

১) পশ্চিমবঙ্গ ছাত্র Internship প্রকল্পে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসেবে ছাত্র-ছাত্রীদের আইটিআই বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করতে হবে।

৩) ন্যূনতম ৬০% নম্বর থাকলে তবেই এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন ইচ্ছুক ছাত্রছাত্রীরা।

ইন্টার্নশিপের সুবিধা

১) পশ্চিমবঙ্গ ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রতি মাসে ১০,০০০/- টাকা স্টাইপেন্ড হিসাবে পাবেন।

২) এক্ষেত্রে উচ্চ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীরা নিজেদের ক্যারিয়ারের জন্য দক্ষতা অর্জন করে নিতে পারবেন।

৩) এই ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে সরকারি দপ্তরে নিয়োজিত হওয়ার মাধ্যমে সরকারের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে ছাত্রছাত্রীরা জ্ঞান এবং দক্ষতা উভয়ই অর্জন করতে পারবেন।

৪) ইন্টার্নশিপের সময়কাল শেষ হলে প্রতিটি প্রার্থীকে গ্রেডিং সহ সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও ছাত্র ছাত্রীর কাজ ভালো হলে সরাসরি সরকারি দপ্তরে কর্মী হিসেবে যোগদান করার সুযোগও পেয়ে যাবেন।

শুন্যপদ

সরকারের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে মোট ৭৫০০ ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করা হবে এই ইন্টার্নশিপ প্রকল্প। তবে এক্ষেত্রে যোগ্যতার নিরিখে ছাত্র-ছাত্রীদের আবেদন গ্রহণ এবং নিয়োগ করা হবে।

কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে?

সরকারের বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে যে এই বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে উচ্চ শিক্ষা দপ্তর। তাই আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ছাত্র Internship প্রকল্পের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে দেখা যেতে পারে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements