কৃষকেদের একাউন্টে ঢুকবে ১২,০০০/- টাকা! মোদী সরকারের বিরাট উপহার।

By: Goutam Mondal

On: March 8, 2025

Follow Us:

PM Kisan Samman Nidhi Yojana

ভারতের সমাজবাদী সরকার বারেবারেই দেশের কৃষকদের অবস্থার উন্নতি ঘটনার দিকে দৃষ্টিপাত করে এসেছে। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবদ্দশার সার্বিক উন্নয়ন ঘটেছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

তবে এখনো পর্যন্ত প্রত্যন্ত গ্রামে বা শহরে এলাকায় এমন অনেক কৃষক রয়েছেন যারা বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। কৃষকদের এই সমস্ত সমস্যার মোকাবিলা করতে যাতে আর কোনো রকম বিপদের মধ্যে পড়তে না হয় সেই কারণে প্রধানমন্ত্রী কৃষক যোজনা শুরু করা হয়েছে।

PM Kisan Samman Nidhi Yojana-র সুবিধা

১) এই প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত রাজ্যের কৃষকেরা সরাসরি আবেদন জানাতে পারেন এবং তাদের জীবন পথে তাদের সহায়ক হিসেবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় থাকে।

২) এই প্রকল্পের মাধ্যমে প্রতি কৃষক পরিবারকে মোট ৬০০০ টাকা অনুদান প্রদান করা হয়ে থাকে। এই টাকা মোট তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে কৃষকেরা পেয়ে থাকেন।

তবে এবার এই প্রকল্প নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা উঠে এসেছিল সর্বসমুখে। সেই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী কিষান যোজনার আর্থিক ভাতা আগামী অর্থ বর্ষে বৃদ্ধি পেতে পারে।

এই আলোচনা অনুসারে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় PM Kisan প্রকল্পের বাজেটও বৃদ্ধি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষকদের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা কথা পর্যালোচনা করেছেন।

ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় এই পেশার মানুষজনকেই। যে সমস্ত মানুষেরা সারা ভারতবর্ষকে অন্ন দান করছেন তাদেরই বিভিন্ন রকমের আর্থিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি মোকাবিলা করতে হয়। এই সমস্ত কারণে বেশিরভাগ সময়েই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকেন দেশের কৃষকেরা।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে বৈঠকে কৃষকেরা তাদের দাবি হিসাবে ঋণের সুদ এক শতাংশ কমানোর কথা জানান। এর পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষন যোজনার মাধ্যমে প্রদত্ত ভাতা ৬০০০ টাকা থেকে বারো হাজার টাকা করার দাবিও পেশ করা হয় অর্থমন্ত্রীর সামনে।

কৃষক সংগঠন গুলি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ক্ষেত্রে ক্ষুদ্র কৃষকদের শূন্য প্রিমিয়াম ফসল বীমার দাবিও জানিয়েছে। এছাড়াও বিভিন্ন কৃষক দ্রব্যের উপরে জিএসটি কমানোর বিষয়টিও তুলে ধরা হয় অর্থমন্ত্রীর সামনে।

পরবর্তীকালে এই বিষয়ে অর্থমন্ত্রের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেটি আর কিছু দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে কৃষকদের দাবি করা সুযোগ-সুবিধা গুলি প্রদান করা হলে কৃষিক্ষেত্রে ভারতবর্ষের আগ্রহ আরো বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment