রাজ্যের বয়েজ হোমে ‘গ্রুপ D’ নিয়োগ! মাধ্যমিক পাশে, ১২,০০০ মাইনে প্রতিমাসে।

রাজ্যের বাঁকুড়া জেলার বয়েজ হোমে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন। নুন্যতম মাধ্যমিক পাস যোগ্যতা হলেই আবেদন করা যাবে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এই পদে চাকরি হলে প্রতি বছর কাজের চুক্তি বাড়ানো হবে। অনলাইনে ইমেল করে আবেদন করতে পারবে চাকরি প্রার্থীরা। চলুন সমস্ত তথ্য জেনে নিই আজকের এই আর্টিকেলে।

Overview

নিয়োগকারী সংস্থাSumangalam Home for Boys, Bishnupur, Bankura
Post NameGroup C & D
Age LimitMax 40 Years
Qualification10th Pass
Salary33,000/- Month
Application ModeOnline

আবেদনের তারিখ

আবেদন শুরু২৪শে ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ১৬ই মার্চ ২০২৫

পদের নাম ও শুন্যপদ

পদের নামশুন্যপদ
অফিসার ইন-চার্জ০১টি (UR)
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (CWO)০১টি (UR)
কাউন্সিলর০১টি (SC)
হাউস ফাদার০২টি (UR-01, ST-01)
হেল্পার কাম নাইট ওয়াচম্যান০১টি (UR)
মোট শুন্যপদ০৬টি

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
অফিসার ইন-চার্জপোষ্ট গ্রাজুয়েট ডিগ্রী
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (CWO)গ্রাজুয়েট ডিগ্রী
কাউন্সিলরগ্রাজুয়েট ডিগ্রী
হাউস ফাদারউচ্চমাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা
হেল্পার কাম নাইট ওয়াচম্যানমাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা

Age Limit

পদের নামবয়সসীমা (০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী)
অফিসার ইন-চার্জ২৭ থেকে ৪২ বছর
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (CWO)২১ থেকে ৪০ বছর
কাউন্সিলর২৪ থেকে ৪০ বছর
হাউস ফাদার২১ থেকে ৪০ বছর
হেল্পার কাম নাইট ওয়াচম্যান১৮ থেকে ৪০ বছর

মাসিক মাইনে

পদের নামমাসিক মাইনে
অফিসার ইন-চার্জ৩৩,১০০ টাকা
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (CWO)২৩,১৭০ টাকা
কাউন্সিলর২৩,১৭০ টাকা
হাউস ফাদার১৪,৫৬৪ টাকা
হেল্পার কাম নাইট ওয়াচম্যান১২,০০০ টাকা

নিয়োগ প্রক্রিয়া

মোট ৩টি ধাপের মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে, ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। যারা পাস করবে তাদের ১০ নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। সবশেষে, ১০ নম্বরের ভাইভা ভয়েস টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস- ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত এবং শিশু স্বাস্থ্য এবং পুষ্টি।

How to Apply?

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে একটি ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেলে আবেদন ফর্ম ও সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে। এই ইমেলে আবেদন করবেন- recruitmentsumangalamhome@gmail.com ১৬ই মার্চ ২০২৫ তারিখের মধ্যে।

x
Advertisements