Govt Job

সারা রাজ্য জুড়ে বন্ধন ব্যাঙ্কে ৮,০০০ শুন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাসে আবেদন করো।

সারা রাজ্য জুড়ে বন্ধন ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে! পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। প্রতিটি জেলায় জেলায় যেখানে বন্ধন ব্যাঙ্কের ব্রাঞ্চ রয়েছে সেখানে পোষ্টিং পাবে। মোট ৮০০০+ শুন্যপদে, নুন্যতম মাধ্যমিক পাসে আবেদন চলছে।

Whatsapp Channel Join
Telegram Channel Join

কোন কোন পদে নিয়োগ করা হবে? বেতন কত পাবেন? বয়স কত থাকতে হবে? নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি কি রয়েছে? এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে।

আবেদনের তারিখ

বন্ধন ব্যাঙ্কে সারাবছরই আবেদন চলে। এর কোনো নির্দিষ্ট তারিখ নেই। যত তাড়াতাড়ি সম্ভব এখানে আবেদন করে ফেলুন।

পদের নাম

  • কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ।
  • সেলস ম্যানেজার।
  • ক্লাস্টার হেড।
  • এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট।
  • লোন অফিসার।
  • ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার।
  • বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ।
  • অফিস অ্যাসিস্ট্যান্ট।
  • অফিস বয়।
  • কালেকশন এক্সিকিউটিভ।
  • ডোর ব্যাংকিং অফিসার।
  • ব্যাংক ক্লার্ক।
  • ডাটা অ্যানালিস্ট।
  • ফিল্ড এক্সিকিউটিভ।
  • বিজনেস ম্যানেজার।
  • ফোন ব্যাংকিং অফিসার।
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিস।
  • রিকভারি অফিসার।
  • ক্রেডিট এক্সিকিউটিভ।

বয়সসীমা

আবেদন করার দিন থেকে বয়স হিসাব করতে হবে। নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হওয়া চাই। বয়সের কোনো ছাড় পাবেন না।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

মাসিক মাইনে

বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন পদের মাইনে ভিন্ন ভিন্ন। অভিজ্ঞতা ও কোন পোষ্টে চাকরি পাবেন তার উপর ভিত্তি করে মাইনে ঠিক হয়। আনুমানিক প্রতিমাসে ২৮,০০০/- টাকা থেকে ৬৪,৫০০/- টাকার মধ্যে মাইনে পাবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোন প্রকার লিখিত পরীক্ষা হবেনা। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সবশেষে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

আবেদন প্রক্রিয়া

বন্ধন ব্যাঙ্কের Career পোর্টালে গিয়ে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। রাজ্যের যেকোন নাগরিক নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। প্রথমে, কোন ডিপার্টমেন্ট ও কোন লোকেশোনে কাজ করতে চান, তা বাছাই করে নিতে হবে। তারপরে, আবেদনকারীর নিজের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপরে, বায়োডাটা আপলোড করে ফর্ম ফিলাপ করতে হবে।

WB Tathya

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.
Back to top button