রাজ্যের ভূমি দপ্তরে ‘গ্রুপ সি’ কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন চলছে।

মালদা জেলার ভূমি দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে সরকারি চাকরি পাওয়ার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অথচ পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছেনা।
এমন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এই কর্মী নিয়োগের সুযোগ গুলি একেবারেই হাতছাড়া করা উচিত নয়। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদন থেকে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নিয়ে আবেদন সেরে ফেলুন।
নিয়োগকারী দপ্তর: জেলা ভূমি দপ্তর।
পদের নাম
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি পদে জেলায় কর্মী নিয়োগ হতে চলেছে।
Education Qualification
এই পদের আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীরা যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী পাস করে থাকলেই আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আবেদনের পূর্বে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন।
বয়স সীমা
ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৪ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন
সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে প্রতি মাসে নিযুক্ত কর্মীকে ১০,০০০/- টাকা বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও পেয়ে যাবেন নিযুক্ত কর্মীরা।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
Interview Details
তারিখ | ২৩ ডিসেম্বর, ২০২৪ (সকাল ১১ টা) |
স্থান | মালদা জেলা ADM কার্যালয় |
How to Apply
১) আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে A4 পাতায় একটি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে।
২) এরপর সম্পূর্ণ আবেদন পত্রটি সমস্ত প্রয়োজনীয় তথ্যের সাথে পূরণ করে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে আবেদনপত্র পূরণের সময় কোনো রকম ত্রুটি না হয়। কোনরকম ভুল তথ্য প্রদান করে থাকলে সে ক্ষেত্রে সম্পূর্ণ আবেদনটি বাতিল করা হবে সংস্থার পক্ষ থেকে।
৩) আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে আবেদন পত্রটি তৈরি করে রাখতে হবে।
৪) পরীক্ষার দিন আবেদন পত্রটি নথিপত্রের সঙ্গে একত্রিত করে অবশ্যই পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর বয়সের প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- বৈধ মোবাইল নম্বর ইত্যাদি