বিপুল পরিমাণ শূন্য পদে সিভিক নিয়োগ শুরু! আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন

By: Basu

On: May 27, 2025

Follow Us:

Civic volunteer recruitment 2025

রাজ্যে আবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ঘোষণা করল রাজ্য সরকার! মূলত রাজ্যের একাধিক প্রশাসনিক কাজ সামলানোর জন্য নূন্যতম যোগ্যতায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়ে থাকে। পুলিশে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আইন রক্ষার কাজ যারা করে থাকেন, তারাই সিভিক ভলেন্টিয়ার।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই বিপুল পরিমাণ সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত আছেন। ইতিমধ্যেই বহুবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিভিন্ন খবর সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলেও, এই পদটি এখন রাজ্যের আইন ব্যবস্থা সামলানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ন্যূনতম যোগ্যতায় কবে থেকে এই পদে আবেদন শুরু হচ্ছে? কিভাবে নিয়োগ করা হবে? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

একনজরে

নিয়োগ কারী সংস্থা রাজ্য সরকার
পদের নাম সিভিক ভলেন্টিয়ার
আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী
আবেদন পদ্ধতি অফলাইন
আবেদনের সময়সীমা এপ্রিল মাস

পদের বিবরণ

ট্রাফিক আইন থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন আইনের শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন সিভিক ভলেন্টিয়াররা। মূলত কোন জায়গার জটলা কিংবা ছোট স্তরের আইনি বিশৃঙ্খলা গুলি নিয়ন্ত্রণ করার জন্য এই পদে কর্মী নিয়োগ হয়ে থাকে। উচ্চ পদাধিকারী পুলিশ অফিসারদের কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করেন এই পদের কর্মীরা। তাই এটি স্বাভাবিকভাবেই ন্যূনতম যোগ্যতার পদ হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় পদ।

সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে রমরমা গোটা রাজ্য জুড়ে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে মন্দির চত্বরে যথেষ্ট পরিমাণে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই আগামী ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে মোট ১০০ জন সিভিক ভলেন্টিয়ারকে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

ঐদিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং পরবর্তী সময়ের সমস্ত ব্যবস্থাকে সুশৃংখল করার উদ্দেশ্যে ১২ টি প্যারামেডিকেল পদ এবং ১১৪ টি সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের ছাড়পত্র প্রদান করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি পরিবহন বিভাগের জন্য আরও ৫টি এবং বিধানসভার জন্য ২ জন যোগ্য আইন আধিকারিককে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পুলিশি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য উচ্চতর যোগ্যতার প্রয়োজন হয়। তবে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রয়োজন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতার। এই ন্যূনতম যোগ্যতায় রাজ্যে অত্যন্ত কম সরকারি নিয়োগ হয়ে থাকে। এর মধ্যে সিভিক ভলেন্টিয়ার অন্যতম। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিকভাবে সক্ষম এবং কর্মঠ চাকরি প্রার্থীকেই এই পদে নিয়োগ করা হয়ে থাকে।

বয়স সীমা

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদনের জন্য তারিখ এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। চাকরিপ্রার্থীদের এপ্রিল মাসের মধ্যেই নিয়োগ করা হবে বলে সূত্রের খবর।

Shristy Base. WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now