চাকরির খবর

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! মাধ্যমিক/12th পাশে আবেদন।

রাজ্যে মোট ১৭৫ জন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। যেকোন মহিলা চাকরি প্রার্থী আবেদনযোগ্য।

২০২৫ সালের শুরুতেই আবারও রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল নারী কল্যাণ এবং সুরক্ষা মন্ত্রণালয়। বেশ কয়েক মাস ধরেই রাত্রে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের একাধিক সম্ভাবনার কথা আলোচনা হচ্ছে। তবে এবারে অবশেষে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সুপারভাইজার পদে বিশাল শূন্য পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

রাজ্য সরকারের এই নিয়োগের ক্ষেত্রে নিজের নিকটবর্তী এলাকায় ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা একাধিক পদের জন্য আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো। এখান থেকেই ইচ্ছুক চাকরি প্রার্থীরা পদের বিবরণ, কাজের খুঁটিনাটি, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।

পদের নাম

  • Anganwadi Supervisor
  • Anganwadi Helper

Vacancy

বর্তমানে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৭৫ জন যোগ্য মহিলা চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

মাসিক বেতন

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীরা তাদের পদের সমতুল্য বেতনক্রম অনুসারে রাজ্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট ভালো মানের বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

১) অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদনের জন্য ইচ্ছুক মহিলাকে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে।

২) পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দা মহিলারাই একমাত্র এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

৩) অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য হবেন।

৪) এক্ষেত্রে কোনরকম পুরুষ চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন না।

বয়স সীমা

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা উল্লেখিত পদের জন্য আবেদন জানানোর যোগ্য। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা ভারত সরকারের সংরক্ষণ নিয়ম অনুসারে যথাযথ পরিমাণ বয়সের ছাড় পাবেন।

How to Apply

বর্তমানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উত্তর প্রদেশ রাজ্য সরকারের অন্তর্গত মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনের জন্য ইচ্ছুক মহিলাদের আবশ্যিকভাবে ওই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

এক্ষেত্রে সমস্ত যোগ্যতা পূরণ করতে পারলে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অফলাইন মাধ্যমে আবেদন পত্র প্রিন্ট করিয়ে হাতে-কলমে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে পারেন।

নিয়োগ পদ্ধতি

কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারী মহিলাদের মধ্যে থেকে যোগ্য মহিলাকে নিয়োগ করা হবে।

Form Fillup Last Date14 February 2025
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements