এই ধরনের ২০ টাকা নোটের ‘দাম’ চার লাখ টাকা! আপনার কাছে আছে? এইভাবে বিক্রি করে দিন।
আপনার কাছে যদি ভারতীয় বিশেষ ২০ টাকার নোট থাকে তাহলে আপনি হয়ে উঠতে পারবেন লাখপতি। আন্তর্জাতিক বাজারে বিশেষ ভারতীয় ২০ টাকার নোট বিক্রি করার জন্য সেই নোটের প্রথম দিকের সংখ্যার মধ্যে ৭৮৬ নম্বরটি থাকতে হবে।

মাত্র ২০ টাকার বিনিময়ে পান লক্ষ লক্ষ টাকা। আপনি কি জানেন এটা বাস্তবেই হয়ে থাকে? আসলে কোনো ঐতিহাসিক গুরুত্ব বা বিশেষত্ব থাকলে বিভিন্ন ধরনের স্বল্পমূল্যের টাকার দাম ছাড়াতে পারে লক্ষের গণ্ডি। বিভিন্ন ধরনের শখের সঙ্গে যুক্ত থাকেন বহু মানুষ। এই ধরনের শখ পূরণের জন্য টাকার কথা তারা চিন্তা করেন না।
এই সমস্ত সখগুলির মধ্যে পুরনো সময়ের ঐতিহাসিক গুরুত্ব যুক্ত টাকা জমানো অন্যতম। সত্যি বলতে এই সখ পূরণের জন্য লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতেও রাজি সংগ্রহকারীরা। ভারতবর্ষে এমনই বেশ কয়েকটি বিশেষ টাকার নোট রয়েছে, যেগুলোর ভারতীয় বাজারে মূল্য কম হলেও সংগ্রহ কারীদের কাছে যার মূল্য লক্ষাধিক টাকা। তাই আপনার কাছে যদি এই ধরনের বিশেষ কিছু নোট থাকে, তাহলে আপনার প্রচুর টাকা রোজগার করা কেউ আটকাতে পারবেনা।
তবে কিভাবে বুঝবেন আপনার কাছে এই বিশেষ নোট রয়েছে কিনা? আসলে এই ধরনের বিশেষ নোটে বেশ কয়েকটি বিশেষ চিহ্ন থাকে। তাই আপনার কাছে থাকা যে কোনো ২০ টাকার নোটে এই বিশেষ চিহ্নগুলি আছে কিনা জানার জন্য অবশ্যই পড়তে হবে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি।
বর্তমান সময়ে কোনরকম পরিশ্রম ছাড়াই অনেকে রোজগার করার সুযোগ খুঁজতে থাকেন। তবে ২০২০ সালের করোনা অতিমারির পর থেকে নিজের বাড়িতে থেকেই নিজের সময় মত কাজ করে প্রচুর টাকা রোজগার করা যায়। এমনই একটি পরোক্ষ রোজগারের উপায় হল বিশেষ ধরনের নোট বিক্রি।
বিরল ২০ টাকার নোট
বর্তমানে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ভারতীয় বাজারে একটি ২০ টাকার নোট বিপুল পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। একটি ২০ টাকার নোটের মূল্য চার লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করছেন অনেকেই। বিশেষজ্ঞদের মত অনুসারে, মাত্র ২০ টাকার এই নোটটি ‘বিরল’ প্রকৃতির। সেই কারণেই এই নোটের দাম যথেষ্ট বেশি রয়েছে ভারতীয় বাজারে।
Read More: লক্ষীর ভান্ডারে ১২০০ নয়, মহিলারা পাবে মাসে ২৫০০ টাকা! আজ থেকেই শুরু রেজিস্ট্রেশন।
এবার প্রশ্ন হচ্ছে এই নোটে কোন কোন চিহ্নগুলি থাকলে আপনি লাখপতি হতে পারবেন?
বিশেষজ্ঞদের মতামত অনুসারে, আপনার কাছে যদি ভারতীয় বিশেষ ২০ টাকার নোট থাকে তাহলে আপনি হয়ে উঠতে পারবেন লাখপতি। তবে তার জন্য আন্তর্জাতিক বাজারে এই নোট বিক্রি করতে হবে। আন্তর্জাতিক বাজারে বিশেষ ভারতীয় ২০ টাকার নোট বিক্রি করার জন্য সেই নোটের প্রথম দিকের সংখ্যার মধ্যে ৭৮৬ নম্বরটি থাকতে হবে।
আসলে এটিকে অনেকেই ভাগ্যবানের পবিত্র নম্বর বলে মনে করেন। ধর্মপ্রাণ মানুষ এবং সংগ্রহকারীদের কাছে এই নোটের গুরুত্ব অপরিসীম। তাহলে কি শুধু এই নম্বর থাকলেই একটি ২০ টাকার নোটের দাম যাবে লক্ষের ঘরে? না, এমনটা একেবারেই নয়। আপনার কাছে থাকা এই বিশেষ ২০ টাকার নোটে বিশেষ সংখ্যা থাকার পাশাপাশি নোটটির রং হতে হবে সম্পূর্ণ গোলাপী।
এই বিশেষ নোট থাকলে কিভাবে বিক্রি করবেন?
বর্তমানে বিভিন্ন অনলাইন সংস্থার দ্বারা এই সমস্ত নোটের কেনা বেচার সম্ভব হয়ে থাকে। দেখে তো আপনি সংগ্রহকারীদের ঠিকানা বা ফোন নম্বর সরাসরি OLX এর মত সংস্থা থেকে পেয়ে যেতে পারেন। তাছাড়াও আপনার কাছে থাকা এই বিশেষ নোটের ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করলে অনেক গ্রাহক আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এইভাবে নিজের কাছে থাকা নোটটির ক্রেতা সংগ্রহ করার জন্য অনলাইন মাধ্যমে তার এডভার্টাইজমেন্ট দেওয়া যেতে পারে।
তবে এক্ষেত্রে নোট কেনাবেচার জন্য অবশ্যই যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে বিক্রেতাদের। বিভিন্নভাবে অনলাইন মাধ্যমে কেনা বেচার ক্ষেত্রে অনেকেই দুর্নীতির কবলে পড়ে যান, যা তাদের অর্থনৈতিক ঝুঁকির সম্মুখীন করে দেয়। তাই আপনাদের কাছে যদি এই বিশেষ নোট থাকে তা বিক্রি করার জন্য অবশ্যই যথেষ্ট পরিমাণে সতর্ক হয়ে ক্রেতা এবং বিক্রেতা সামনাসামনি লেনদেন করেই এই নোট বিক্রি করবেন।