জুন মাসের ফ্রি রেশনের লিস্ট! কোন কার্ডে বেশি চাল, গম, আটা, চিনি পাবে?

By: Goutam Mondal

On: May 29, 2025

Follow Us:

জুন মাসের ফ্রি রেশনের লিস্ট!

জুন মাস মানেই জামাই ষষ্টির মাস। আর এই জামাই ষষ্টির মাসেই বিনামূল্যে রেশনে কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে? কারা বেশি বা কারা কম রেশন পাবেন? তাছাড়া আপনাদের কাছে যদি SPHH, PHH, RKSY 1, RKSY 2, AAY রেশন কার্ড থেকে থাকে, কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম মাল পাবেন?

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এই বিনামূল্যের রেশনের পাশাপাশি কারা কারা দুই থেকে তিনটি প্রকল্পের জন্য ৬০,০০০/- টাকা ১২০০/- টাকা ও ১০০০/- টাকা পেতে পারেন আপনাদের ব্যাংক এককাউন্টে । সমস্ত কিছু এই আর্টিকেলের মাধ্যমে জানাবো।

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড

চাল- AAY রেশন কার্ড থাকলে, পরিবার পিছু ২১ কেজি করে চাল পেয়ে যাবেন। একটা, দুটো বা তিনটে যাই রেশন কার্ড থাকুক না কেন, মোটামুটি ২১ কেজি চাল পাবেন।

গম- যদি গম দেয়া হয় তাহলে ১৪ কেজি গম পাবেন পরিবার পিছু। গম না দেয়া হলে যদি আটা দেয়া হয় সেক্ষেত্রে মোটামুটি ১৩ কেজি ৩০০ গ্রাম আটা পেয়ে যাবেন।

আর মনে রাখবেন, এই গম বা আটা দুটোই যদি না থাকে সেক্ষেত্রে পুরোটাই চাল দেয়া হবে। অর্থাৎ ২১ কেজি এবং ১৪ কেজি প্রায় ৩৫ কেজি চাল দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

হ্যাঁ এই রেশন কার্ডে একটা অতিরিক্ত জিনিস পাওয়া যায়- চিনি ১ কেজি করে। ১৩ টাকা ৫০ পয়সা দাম দিয়ে চিনি কিনতে হবে। বিশেষ কিছু জায়গা রয়েছে যেখানে স্পেশাল প্যাকেজের মাধ্যমে এই সমস্ত রেশন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য দেয়া হয় সেটা আপনাদেরকে দেখাবো।

SPHH রেশন কার্ড

চাল- মাথাপিছু বা একটি কার্ডে ৩ কেজি করে চাল পেয়ে যাবেন।

গম- চালের সাথে গম পেয়ে যাবেন ২ কেজি করে মাথাপিছু বা প্রতি কার্ডে।

আটা- সঙ্গে যদি আটা দেয়া হয় সেক্ষেত্রে ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন।

তবে মনে রাখবেন আটা বা গম যদি না থাকে সেক্ষেত্রে ৩ কেজি এবং ২ কেজি মোট কিন্তু ৫ কেজি রেশন দ্রব্য পাবেন। গম অথবা আটা যেকোন একটা কিন্তু পাওয়া যায়। আর পুরোটাই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

একটা রেশন কার্ডে যদি পাঁচ কেজি হয়, ধরুন সাতটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে 5×7=35 কেজি রেশন পাবেন।

PHH রেশন কার্ড

SPHH এবং PHH এই দুটো কার্ডেই একই রকমের রেশন দ্রব্য দেয়া হয়।

RKSY 1 রেশন কার্ড

RKSY 1 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড। এই কার্ড থাকলেই কিন্তু ৫ কেজি করে চাল পাওয়া যাবে। এখানে গম বা আটা দেবার কোন আপডেট নেই। একটা কার্ড থাকলে পাঁচ কেজি রেশন পাবেন এবং ধরুন ১০টা কার্ড রয়েছে আপনার পরিবারে সেক্ষেত্রে, ৫০ কেজি রেশন দ্রব্য পাবেন।

RKSY 2 রেশন কার্ড

এরপরের যে কার্ডটি রয়েছে সেটা হচ্ছে RKSY 2 রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার কার্ড। এই কার্ডটা মূলত রাজ্য সরকারের APL ক্যাটাগরির কার্ড। যাই হোক এই রেশন কার্ডটা থাকলেও কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাবেন। কার্ড পিছু ২ কেজি করে চাল পেয়ে যাবেন। ধরুন, ৫টা কার্ড রয়েছে সেক্ষেত্রে 5×2=10 কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

অতিরিক্ত রেশন কোথায় কোথায় দেয়া হবে?

এবার কোন কোন কার্ডে অতিরিক্ত দেওয়া হবে চলুন সেটা দেখিয়ে দিই। প্রথমেই আসতে হবে রেশন কার্ডের সরকারি অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এই পোর্টালে।

এই পোর্টালে Special Services সেকশনের মধ্যে KNOW YOUR ENTITLEMENT অপশনে ক্লিক করবেন।

এরপরে, সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন- কোন কোন অঞ্চলে? কত পরিমান? অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে।

সব জায়গায় নয় বিশেষ কিছু জায়গায় রয়েছে যেমন জঙ্গল মহল, পাহাড় এলাকা, চা বাগান এলাকা, টোটো, আয়লা, সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকা — এই সব জায়গায় বসবাস করলে অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন।

কোন প্রকল্পের টাকা ঢুকছে?

বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা এই জুন মাসে আপনাদের ব্যাংক একাউন্টে আসতে পারে। চলুন এবার সেটা জেনে নিই-

লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য ভাতা

বিনামূল্যে রেশনের পাশাপাশি যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন। তারা যদি SC/ST হন তাহলে ১২০০/- টাকা যদি আপনি জেনারেল বা OBC হন তাহলে ১০০০/- টাকা আপনাদের ব্যাংক এককাউন্টে এই জুন মাসেই জমা হবে।

আর খুশির খবর হলো প্রচুর নতুন মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যেই জুন মাসে তাদের ব্যাংক এককাউন্টে টাকা পেতে পারেন। জুন মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক এককাউন্টে এই টাকা ঢুকে যাবে।

বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী, যুবশ্রী

যে সমস্ত পুরুষ বা মহিলা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন। তাদেরকেও এই জুন মাসে ১০০০/- টাকা করে ভাতা ব্যাংক এককাউন্টে দেওয়া হবে। এছাড়াও, যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন তাদেরকেও ১৫০০/- টাকা করে ব্যাংক একাউন্টে দেওয়া হবে।

তবে আবেদন করলেই নয় বেকার ভাতার লিস্টে নাম থাকলে তবে কিন্তু এই হাজার টাকা বা ১৫০০/- টাকা আপনার ব্যাংক এককাউন্টে আসবে।

বাংলা আবাস যোজনা

আর সবথেকে বড় খুশির খবর হলো এবার কিন্তু জুন মাসে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে। ইতিমধ্যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০,০০০/- টাকা ব্যাঙ্ক একাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। অনেকেই পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকা।

তবে যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না ধাপে ধাপে টাকা দেয়া হচ্ছে। তো তাই দু-এক দিন দেরি হতে পারে। তাই জুন মাসেও আপনাদের ব্যাংক একাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।

আপনারা কিন্তু আপনাদের ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন। যদি আপনারা লিন্টন পর্যন্ত কাজ করে ফেলেন বা প্রথম কিস্তির কাজ করেন। আপনাদের যদি ছবি হয়ে যায়।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment