প্রশিক্ষন দিয়ে চাকরির সুযোগ 378 শূন্যপদে! ৯,০০০ টাকা স্টাইপেন্ড মাসে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার বেশ কিছু পদে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য। বেশিরভাগ সময়েই দেশের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যোগ্য ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত প্রশিক্ষণের জন্য উৎসাহ প্রদান করা হয়ে থাকে।
এবারে তেমনই রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেড (RCFL)-এর পক্ষ থেকে যোগ্য শিক্ষার্থীদের শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ে নিতে হবে।
পদের নাম
অ্যাকাউন্টস এগজ়িকিউটিভ, সেক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, রিক্রুটমেন্ট এগজ়িকিউটিভ (হিউম্যান রিসোর্স), ইত্যাদি পদে অ্যাপ্রেন্টিস হিসাবে ছাত্র-ছাত্রীদের নিয়োগ করা হবে।

নিয়োগ কারী সংস্থা
কেন্দ্রীয় সরকারের অন্তর্গত রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেড (RCFL)-এর পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে।
শূন্য পদের সংখ্যা– মোট শূন্য পদ রয়েছে ৩৭৮টি।
প্রয়োজনীয় যোগ্যতা
১) কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয় নিয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছেন এমন ৯০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
২) পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যা ইত্যাদিতে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি প্রাপ্ত মোট ১০৬ জন প্রার্থীকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
৩) প্রতিটি আবেদনকারীকে ভারতবর্ষের নাগরিক হতে হবে।
৪) অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত বয়স সীমা অনুযায়ী প্রত্যেককে উল্লেখিত পদগুলিতে আবেদনের যোগ্য হতে হবে।
মাসিক স্টাইপেন্ড
প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি শিক্ষার্থীকে যোগ্যতার উপর ভিত্তি করে ৭,০০০-৯,০০০ টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
How to Apply
ট্রেড আফরেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস উভয় পদে আবেদনের জন্য সকল ইচ্ছুক প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রকল্পে নিজেদের নাম নথিভূক্ত করতে হবে। এর পাশাপাশি রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেডের ওয়েবসাইটে সম্পূর্ণ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র
- আধার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং সার্টিফিকেট
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
- জন্মের প্রমাণপত্র ইত্যাদি
গুরুত্বপূর্ণ তারিখ
প্রতিটি ইচ্ছুক আবেদনকারীকে ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখের মধ্যে আবেদন পত্র অনলাইন মাধ্যমে জমা করে দিতে হবে। এই নির্দিষ্ট দিনের পরে আর কোন আবেদন গ্রহণ করা হবে না। এই বিষয়ে আরো বিশদে জানার জন্য অবশ্যই আবেদনকারীরা সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়ে তবেই আবেদন জানাবেন।