সবাইকে ৬০০০/- টাকা দেবে প্রতিমাসে! কেন্দ্রের নতুন বীমা সখি যোজনা।
ভারতের বৃহত্তম বীমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এবার ঘরে ঘরে মহিলাদের বীমা সুরক্ষা প্রদান করা হবে। গ্রামাঞ্চল থেকে শহরের চাকরিপ্রার্থী মহিলাদের LIC এজেন্ট হিসাবে কাজ করার প্রশিক্ষণ প্রদান করা হবে।

দেশে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের পাশাপাশি বিপুল পরিমাণে কর্মী নিয়োগের কথা জানানো হলো! দেশের মহিলাদের জন্য এবার দুর্দান্ত সুখবর নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। সারাবছর ধরেই দেশের পিছিয়ে পড়া মানুষদের উন্নতি সাধনে বিভিন্ন ধরনের প্রকল্প চালু থাকে ভারতবর্ষে।
তবে এবার দেশের মহিলা চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণসহ কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, প্রকল্পের নাম, প্রকল্পের বিবরণ এবং উদ্দেশ্য, আবেদন পদ্ধতি ইত্যাদি যাবতীয় তথ্য সম্পর্কে বিশদে উল্লেখ করা হলো।
প্রকল্পের নাম: LIC বীমা সখি যোজনা (LIC Bima Sakhi Yojana)।
প্রকল্পের বিবরণ এবং উদ্দেশ্য
গত সোমবার হরিয়ানা রাজ্যের পানিপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে LIC Bima Sakhi Yojana শুভ উদ্বোধন করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে যে- ভারতের বৃহত্তম বীমা কোম্পানি Life Insurance Corporation-এর পক্ষ থেকে এবার ঘরে ঘরে মহিলাদের বীমা সুরক্ষা প্রদান করা হবে।
এর পাশাপাশি গ্রামাঞ্চল থেকে শহরের চাকরিপ্রার্থী মহিলাদের LIC এজেন্ট হিসাবে কাজ করার প্রশিক্ষণ প্রদান করা হবে। মূলত দেশের পিছিয়ে থাকা মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই এমন প্রকল্প নিয়ে হাজির হয়েছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। LIC র এই উদ্যোগে সহমত প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।
প্রয়োজনীয় যোগ্যতা
১) আবেদনকারীদের ভারতবর্ষের স্থায়ী নাগরিক মহিলা হতে হবে।
২) প্রকল্পের আবেদনকারীদের অবশ্যই যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম দশম শ্রেণী পাস হতে হবে।
৩) আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৭০ বছরের মধ্যে।
৪) LIC র বর্তমান কর্মচারী বা প্রাক্তন কর্মচারীদের কেউ অথবা কোন আত্মীয়-স্বজন এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
মাসিক বেতন
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে প্রকল্পের বিষয়ে জানানো হয়েছে যে এই প্রকল্পে নিয়োজিত মহিলারা প্রতিমাসে তাদের কাজের উপর ভিত্তি করে অতিরিক্ত কমিশনের পাশাপাশি প্রতিমাসে ৫০০০-৭০০০/- টাকা পর্যন্ত রোজগারের সুযোগ পেয়ে যাবেন।
এক্ষেত্রে, নিয়োগের প্রথম বছরের প্রতিটি মাসে ৭০০০ টাকা করে প্রদান করা হবে, দ্বিতীয় মাসে এই বেতনের পরিমাণ হয়ে যাবে ৬০০০/- টাকা করে। অপরদিকে তৃতীয় বছরে প্রতিমাসে ৫০০০ টাকা বেতন প্রদান করা হবে।
How to Apply
নিচের লিংকে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন পত্রটি পূরণ করে নিতে হবে এবং সবশেষে আবেদনের জন্য চাওয়া ডকুমেন্ট গুলি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করে দিতে হবে।