নতুন বছরের একটা মাস যেতে না যেতেই শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০। প্রকল্পের নতুন ভার্সনের মাধ্যমে কোন কোন সুবিধা গুলি পেতে চলেছেন গ্রাহকরা? এবারে আবেদন জানানোর পদ্ধতি কেমন থাকবে? কারা আবেদন জানাতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর গুলি বিশদে বর্ণনা করা হলো আজকের প্রতিবেদনে। গ্রাহকদের জন্য অনুরোধ করা হল অবশ্যই শেষ পর্যন্ত পড়ে এই প্রকল্পের বিশেষত্ব গুলি জেনে নেওয়ার জন্য।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০
ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতবাসীর হিতার্থে একাধিক প্রকল্প শুরু করা হয়েছে। সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল প্রকল্প হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ক্রমাগত উর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের উপর অধিক শতাংশ ভর্তুকি দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। এর ফলে সমাজের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলির কাছেও অত্যন্ত সহজে গ্যাস সিলিন্ডার পৌঁছে যেতে পারে।
স্বাভাবিকভাবেই দেশের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির পক্ষে প্রায় হাজার টাকার কাছাকাছি গ্যাস সিলিন্ডার কেনার সমর্থ্য নেই। এই কারণে অত্যন্ত স্বল্প জায়গায় কষ্ট করে রান্না করেই জীবনযাপন করতে হত এই সমস্ত পরিবারের মহিলাদের। এর ফলে স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতির পাশাপাশি একাধিক সমস্যার সম্মুখীন হতে হতো। এই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দুর্দান্ত গ্যাস সিলিন্ডার বিতরণের প্রকল্প শুরু করা হয়।
প্রকল্পের সুযোগ সুবিধা
বর্তমানে এই প্রকল্পের অগ্রগতির ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের পাশাপাশি রান্নার গ্যাস ওভেন প্রদান করা হচ্ছে প্রতিটি উপভোক্তাকে। এর পাশাপাশি দেশের দরিদ্র পরিবারের মহিলাদের গ্যাস সিলিন্ডার এর উপর অধিক পরিমাণে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
উল্লেখিত প্রকল্পের শুধুমাত্র ভারতবর্ষের দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারাই আবেদন জানাতে পারেন। আবেদনকারীদের কাছে আবশ্যিকভাবে BPL সার্টিফিকেট থাকতে হবে এবং আবেদনকারী মহিলাকে অন্ততপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
এই প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা বাড়িতে বসে অনলাইন মাধ্যমে অথবা নিকটবর্তী গ্যাস অফিসে গিয়ে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইন মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে জমা করতে হবে। পাশাপাশি উপভোক্তার আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, বিপিএল সার্টিফিকেট এবং বয়সের প্রমাণ পত্রের মত গুরুত্বপূর্ণ নদীগুলিও জমা করে দিতে হবে।