ভারতবর্ষের কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবারে আরও এক নতুন প্রকল্প নিয়ে আসা হচ্ছে। সাধারণত কৃষি ক্ষেত্রে লাঙ্গল চাষের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। কৃষকদের এই পরিশ্রমের নিরাময় ঘটানোর জন্য দরিদ্র কৃষকদের ট্রাক্টর এর ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার।
প্রকল্পের নাম | Pradhan Mantri Krishak Tractor Yojana |
প্রকল্পের উদ্দেশ্য
ভারতবর্ষের কৃষকেরা মানুষদের জন্য খাদ্যের যোগান দিলেও তাদের বেশিরভাগেরই অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো নয়। বিশেষত এই মূল্য বৃদ্ধির বাজারে প্রতিদিনের থাকা খাওয়ার যোগান দিতে হিমশিম খেতে হয় এই সমস্ত কৃষকদের। দেশের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কৃষকদের নিজের জমি চাষ করার জন্যও প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়।
অথচ একটি ট্রাক্টর থাকলে অত্যন্ত সহজেই কিছুক্ষণের মধ্যে সমস্ত জমি চাষ করা সম্ভব হয়। এই কারণেই কৃষি ক্ষেত্রে উন্নতি এবং কৃষকের জীবন যাপনের উন্নতি ঘটানোর জন্য প্রধানমন্ত্রী কৃষক ট্রাক্টর যোজনা শুরু করা হয়েছে।
প্রকল্পের সুযোগ সুবিধা
কৃষকদের বিশেষত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারগুলিকে সহায়তার জন্য ট্রাক্টর এর উপর সাবসিডি বা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একজন কৃষক নিজের জমির জন্য ট্রাক্টর কিনতে চাইলে সরকারের পক্ষ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ট্রাক্টরের মূল্য বহন করা হবে।
আবেদনের যোগ্যতা
১) আবেদনকারী ব্যক্তিকে আবশ্যকভাবে ভারতবর্ষের স্থায়ী কৃষক হতে হবে।
২) অন্ততপক্ষে ১৮ বছর বয়স হয়েছে এমন ব্যক্তিরাই আবেদন জানাতে পারবেন।
৩) এই প্রকল্পে আবেদনের জন্য কৃষকের নিজের নামে বৈধ জমি থাকা আবশ্যক।
৪) যে সমস্ত কৃষকেরা গোটা বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা রোজগার করেন, তাদেরকেই এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার।
৫) যে সমস্ত কৃষকের কাছে ইতিমধ্যেই একটি ট্রাক্টর রয়েছে তারা এই প্রকল্পে কোনোভাবেই আবেদন জানাতে পারবেন না।
আবেদন পদ্ধতি
ভারতবর্ষের যেকোন রাজ্য থেকে কৃষকেরা এখানে আবেদন করতে পারবে। ইচ্ছুক কৃষকেরা তাদের রাজ্যের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।
বিশদে কৃষি দপ্তর থেকে সমস্ত তথ্য জেনে নিয়ে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। এরপর সরকারের পক্ষ থেকে সমস্ত আবেদন বিশ্লেষণের মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।