Paytm দিচ্ছে প্রতিমাসে ৩০,০০০/- টাকা পর্যন্ত ইনকামের সুযোগ। রাজ্যের সমস্ত বেকার ছেলে-মেয়েদের জন্য দারুন সুখবর। Paytm Service Agent হয়ে নিজের এলাকায় পার্ট টাইম/ফুল টাইম কাজ করতে পারবে।
যাদের বয়স ১৮ বছর হয়েছে, এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তারা প্রত্যেকে এখানে কাজ করতে পারবে। কিভাবে আবেদন করবে? নিয়োগ কিভাবে করা হবে? এই সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল।
পদের নাম
এখানে যেই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, তা হল- পেটিএম সার্ভিস এজেন্ট বা Paytm Service Agent।
কি কাজ করতে হবে?
১) Paytm-এর যে বিজনেস প্রোডাক্ট গুলি আছে, যেমন- Paytm All In One QR, Paytm Sound Box, Paytm Fastag, Payt, Swipe Machine ইত্যাদি। এইগুলি দোকানে দোকানে ইনস্টল করতে হবে। শপকিপার, দোকান, শপিং মলে বা যেকোন বিজনেসে অনলাইনে ট্রাঞ্জাকশন চালু করার জন্য Paytm-এর এই প্রোডাক্ট গুলি তাদের ব্যবসায় ইনস্টল করাতে হবে।
২) মোবাইল ফোনে রিচার্জ, ইলেক্ট্রিসিটি বিল পেমেন্ট, ট্রেন-ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং করে কমিশন পাবেন।
ইনকাম কেমন হবে?
এখানে কোনো ফিক্সড মাইনে নেই। প্রতিমাসে ৩০,০০০/- টাকা পর্যন্ত আয়ের সুযোগ থাকবে। তুমি যত বেশি প্রোডাক্ট ইনস্টল করবে, তার উপরে কমিশন বেসিসে ইনসেন্টিভ পাবে। প্রত্যেকটি প্রোডাক্ট ইনস্টলের উপর ভিন্ন ভিন্ন কমিশন রেট সেট করা আছে। এখানে, কোনো টার্গেট থাকবে না। কাজ করলে টাকা পাবে, কাজ না করলে পাবেনা।
কারা আবেদন করতে পারবে?
যে সমস্ত প্রার্থীরা এক্সট্রা ইনকাম করতে চাও, তাদের নুন্যতম বয়স ১৮ বছর হতে হবে। বয়সের উর্ধসীমার কোনো বাধ্যবাধকতা নেই। কাজ করতে ইচ্ছুক ব্যক্তির কাছে একটি এন্ড্রয়েড ফোন অবশ্যই থাকতে হবে। যাদের সেলসের কাজের অভিজ্ঞতা আছে এবং যারা ট্রাভেল করতে পারবে, তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে।
ডকুমেন্ট কি লাগবে?
- প্রার্থীর আধার কার্ড।
- সর্বচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। অনলাইনে আবেদন করার পর, একটি ইন্টারভিউ নেওয়া হবে। এরপরে, অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। প্রথমে, Google Play Store বা Apple Store থেকে Paytm অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপরে, Paytm-এ একটি একাউন্ট খুলে নেবেন, যারা অলরেডি Paytm ব্যবহার করেন, তারা Paytm-এ সার্চ করবেন PSA। এরপরে, এখানে ফর্ম ফিলাপ করে নেবেন।