NCRTC Recruitment 2025: কেন্দ্রীয় পরিবহন দপ্তরে গ্রুপ সি ও ডি নিয়োগ! মাধ্যমিক/12th পাসে আবেদন।
সমগ্র ভারতবর্ষের দিল্লি, কলকাতা, মুম্বাই, ভোপাল, আহমেদাবাদ, লখনৌ, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই শহরে পরীক্ষার আয়োজন করা হবে।

NCRTC Recruitment 2025: দেশের পরিবহন দপ্তরের পক্ষ থেকে দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো চাকরিপ্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সহ গোটা ভারতবর্ষের যেকোনো রাজ্য থেকে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। ন্যূনতম যোগ্যতা থেকে এখানে গ্রাজুয়েশন এমনকি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতেও বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। বিস্তারিত বিবরণ নিচে উল্লেখ করা হলো।
পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির প্রচেষ্টা চালাচ্ছিলেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এখানে নূন্যতম ২০ হাজার টাকা থেকে মাসিক বেতন শুরু হচ্ছে। তাই একেবারেই দ্বিধা না করে যত তাড়াতাড়ি সম্ভব এই পদে আবেদন সেরে ফেলুন।
Overview NCRTC Recruitment 2025
নিয়োগকারী সংস্থা | National Capital Region Transport Corporation Ltd |
পদের নাম | গ্রুপ সি এবং গ্রুপ ডি |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা/গ্রাজুয়েশন |
বয়স সীমা | ন্যূনতম ১৮ বছর |
আবেদনের শেষ তারিখ | 09/05/2025 |
NCRTC Recruitment 2025 Qualification
ভারতীয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, বিপুল পরিমাণে চাকরি প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে শুরু করে বিভিন্ন পলিটেকনিক ডিগ্রী কিংবা সাধারণ গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থীরা একাধিক পদে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতাতেও বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। তাহলে আসুন, সমস্ত পদ অনুসারে আবেদনের যোগ্যতা গুলি জেনে নেওয়া যাক।
১) জুনিয়র ইঞ্জিনিয়ার– চাকরিপ্রার্থীদের বিভিন্ন যোগ্যতা অনুসারে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স করা থাকলে তবেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই পদে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে।
২) প্রোগ্রামিং অ্যাসোসিয়েট– কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকলে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ক গ্রাজুয়েশন অর্থাৎ IT, BCA বা এর সমতুল্য ডিগ্রি প্রাপ্ত চাকরিপ্রার্থী দাও এখানে আবেদন জানানোর যোগ্য। এই পদে ও সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
Read More:
- মাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারের চাকরি! ৮ বছর পর এই নিয়োগ হচ্ছে, কেউ মিস কোরোনা।
- 9000/- টাকা কমে পাওয়া যাচ্ছে Samsung Galaxy M06 5G স্মার্টফোন!
৩) অ্যাসিস্ট্যান্ট– যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রি করেছেন, অর্থাৎ BBA বা তার সমতুল্য ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে তিন বছরের ফুলটাইম গ্রাজুয়েশন কোর্স করা থাকলে তবেই আবেদন জানানো যাবে।
৪) এছাড়াও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই, উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদনের জন্য একাধিক পদ দেখতে পাবেন। তাই বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া অফিশিয়াল লিংক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে বুঝে নেবেন।
NCRTC Recruitment 2025 Age Limit
প্রতিটি পদেই ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমায় সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে, সরকারি নিয়ম অনুসারে তপশিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ের চাকরি প্রার্থীরা মোট ৫ বছরের এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা মোট ৩ বছরের বয়সের ছাড় পাবেন। যদিও বিশেষভাবে শারীরিক সক্ষম চাকরিপ্রার্থীদের ১০ বছরের ছাড় দেওয়া হবে।
NCRTC Recruitment 2025 Salary
প্রতিটি পদ অনুসারে পৃথক বেতনসীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতন ক্রমের নিরিখে মাসিক বেতন দেওয়া হবে।
এক্ষেত্রে NE5 স্তরের পদ গুলির জন্য ২২,৮০০/- টাকা থেকে ৭৫,৮৫০/- টাকা, NE4 স্তরের পদ গুলির জন্য ২০,২৫০/- টাকা থেকে ৬৫,৫০০/- টাকা এবং NE3 পদ গুলির জন্য ১৮,২৫০/- টাকা থেকে ৫৯,২০০/- টাকার মধ্যে বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন মাসিক ভাতা ও বাসস্থানের খরচা দেবে কেন্দ্রীয় সরকার।
Selection Process of NCRTC Recruitment 2025
প্রতিটি চাকরিপ্রার্থীকে National Capital Region Transport Corporation Ltd বা NCRTC -এর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি মেনে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ভারতীয় রেলওয়ে নিয়োগের পদ্ধতি বেশ কিছুটা অংশে অবলম্বন করা হবে। চাকরি প্রার্থীদের রেলে নিয়োগের মেডিকেল পরিসীমা অনুসারে স্বাস্থ্যগতভাবে ফিট হতে হবে।
এর পাশাপাশি নিয়োগের জন্য কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। এক্ষেত্রে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীদের। কোন প্রশ্নের উত্তর ভুল হলে নেগেটিভ মার্কিং থাকবে না। এর পাশাপাশি সম্পূর্ণ পরীক্ষাটি দেওয়ার জন্য মোট ৯০ মিনিট সময় পাবেন চাকরি প্রার্থীরা।
Exam Center
সমগ্র ভারতবর্ষের দিল্লি, কলকাতা, মুম্বাই, ভোপাল, আহমেদাবাদ, লখনৌ, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই শহরে পরীক্ষার আয়োজন করা হবে।
How to Apply for NCRTC Recruitment 2025?
এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই আবেদন সারতে হবে চাকরিপ্রার্থীদের। অনলাইনে আবেদনের জন্য প্রথমেই নিচে দেওয়া লিংকে প্রবেশ করবেন। এরপর নিজের পছন্দমত পদ বেছে নিয়ে আবেদন জানাতে হবে। নতুন চাকরিপ্রার্থীরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে আবেদন পত্র সঠিক নিয়ম মেনে পূরণ করে জমা করে দেবেন। আবেদনপত্র জমা করার পর সাধারণ এবং ওবিসি চাকরি প্রার্থীদের ১০০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। SC/ST/PWD চাকরিপ্রার্থীদের কোন আবেদন মূল্য লাগবে না।