IBPS Gramin Bank Recruitment 2025: গ্রামীন ব্যাঙ্কে ১০ হাজার কর্মী নিয়োগ! মাধ্যমিক পাস থেকে আবেদন শুরু।
প্রকাশিত হলো গ্রামীণ ব্যাঙ্কের নিয়োগ বিজ্ঞপ্তি। ক্লার্ক, ব্যাংকিং অফিসার, এগ্রিকালচার অফিসার, PO, আইটি অফিসার, মার্কেটিং ম্যানেজার, অফিসার, ট্রিজারি ম্যানেজার, আইন অফিসার ইত্যাদি বিভিন্ন পদে এই নিয়োগটি হতে চলেছে।

IBPS Gramin Bank Recruitment 2025: দেশের গ্রামীণ ব্যাংকে আবারো বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগের খবর! ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য আবার প্রকাশিত হলো গ্রামীণ ব্যাঙ্কের নিয়োগ বিজ্ঞপ্তি। IBPS এর তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ১০,০০০ এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ হবে বলে জানিয়েছে ব্যাংক নিয়োগ কারী সংস্থা।
পুরুষ মহিলা নির্বিশেষে কোন কোন পদে, কোন কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন? কবে থেকে আবেদন জানানো যাবে? পরীক্ষার তারিখ কবে কবে থাকতে পারে? এই সমস্ত নথি প্রকাশ করেছে IBPS। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা গ্রামীণ ব্যাংকে নিয়োগের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি সহজ সরল ভাবে বুঝে নিতে শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি দেখুন।
IBPS Gramin Bank Recruitment 2025 Overview
নিয়োগকারী সংস্থা | গ্রামীণ ব্যাঙ্ক |
Post Name | Various Post |
Total Vacancy | 10,313 |
Qualification | 12th & Graduation |
How to Apply? | Online |
Gramin Bank Recruitment 2025 Post Name
ক্লার্ক, ব্যাংকিং অফিসার, এগ্রিকালচার অফিসার, PO, আইটি অফিসার, মার্কেটিং ম্যানেজার, অফিসার, ট্রিজারি ম্যানেজার, আইন অফিসার ইত্যাদি বিভিন্ন পদে এই নিয়োগটি হতে চলেছে।
IBPS Gramin Bank Recruitment 2025 Qualification
১) অফিস এসিস্ট্যান্ট বা ক্লার্ক– এই পদে চাকরি প্রার্থীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে আবেদন জানাতে পারেন। তবে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
২) PO– যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই ব্যাংকের এই বিশিষ্ট অফিসার পদে আবেদন জানানো যাবে।
Read More: অ্যামাজন কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম! ল্যাপটপ, মাইক্রোফোন, হেডসেট ফ্রিতে দেবে।
৩) এগ্রিকালচার অফিসার– কৃষি বিজ্ঞান বা তার সমতুল্য বৈজ্ঞানিক বিষয় নিয়ে স্বীকৃত প্রতিষ্ঠানের গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন বা উচ্চতর যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪) IT অফিসার– গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিগত উন্নতির জন্য আইটি অফিসার পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ের উপর উচ্চতর যোগ্যতা থাকলেও চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
৫) মার্কেটিং ম্যানেজার– MBA বা বিজনেস এডমিনিস্ট্রেশন কিংবা মার্কেটিং বিষয়ের উপর যথাযথ ডিগ্রী থাকলে তবেই এই পদে আবেদন জানানো যাবে। এর পাশাপাশি আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের এক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ হতে হবে।
৬) আইন অফিসার– আইনের বিষয় নিয়ে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন।
৭) এছাড়াও বর্তমানে একাধিক পদে গ্রামীণ ব্যাংকের নিয়োগ চলছে। তাই এই সমস্ত নিয়োগের প্রতিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার বিবরণ জানতে অবশ্যই আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে যোগ্যতার পরিমাপ গুলি বুঝে নিতে হবে।
Age Limit Of IBPS Gramin Bank Recruitment 2025
এক্ষেত্রে বিভিন্ন পদের ক্যাটাগরি অনুসারে আলাদা আলাদা বয়স সীমার উল্লেখ করা হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে আবেদন জানাবেন, তাদের অবশ্যই ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এই বয়সসীমার মধ্যেই অফিসার স্কেল I পদের চাকরিপ্রার্থীদেরও আবেদন জানাতে হবে। অপরদিকে অফিসার স্কেল II পদের চাকরি প্রার্থীরা ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে এবং অফিসার স্কেল III পদের চাকরি প্রার্থীরা নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Age Relaxation
প্রতিটি পদের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ছাড় দেওয়া হবে। সরকারি সংরক্ষণের নিয়ম মেনেই SC/ST চাকরি প্রার্থীরা মোট পাঁচ বছরের এবং OBC চাকরি প্রার্থীরা মোট তিন বছরের বয়সের ছাড় পাবেন।
Monthly Salary
সরকারি গ্রামীণ ব্যাংকে কর্মী হিসেবে নিযুক্ত হলে গ্রামীণ ব্যাংকের পদ অনুসারে বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এক্ষেত্রে ন্যূনতম ১৫ হাজার থেকে সর্বোচ্চ ৪৪ হাজারের মধ্যে বেতন থাকবে কর্মীদের। যদিও মূল বেতনের পাশাপাশি একাধিক সরকারই সুযোগ-সুবিধা এবং ভাতা মিলবে নিযুক্ত কর্মীদের।
Selection Process of IBPS Gramin Bank Recruitment 2025
প্রতিটি পদের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের প্রিলিমিনারি এবং মেন্স নামক দুটি লিখিত পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিযুক্ত হতে হবে। এক্ষেত্রে অবশ্যই যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ
পদের নাম | প্রিলি পরীক্ষার তারিখ |
অফিস এসিস্ট্যান্ট | 30th August 2025, 6th September 2025, and 7th September 2025 |
অফিসার স্কেল | 2nd July 2025, 3rd July 2025, and 27th July 2025 |
মেন্স পরীক্ষার তারিখ
পদের নাম | প্রিলি পরীক্ষার তারিখ |
অফিস এসিস্ট্যান্ট | 9th November 2025 |
অফিসার পদ | 13th September 2025 |
How to Apply for IBPS Gramin Bank Recruitment 2025?
প্রতিটি পদের জন্য ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে এখনো পর্যন্ত আবেদনের তারিখ প্রকাশ করেনি IBPS। তবে সূত্রের খবর অনুসারে, মে-জুন মাসের মধ্যেই আবেদন শুরু হয়ে যাবে।