ফ্রি অনলাইন ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ! নকরি দিচ্ছে বিশাল বড় সুযোগ।

By: Basu

On: May 27, 2025

Follow Us:

Naukri Campus Aptitude Test 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে Naukri.com। চাকরিপ্রার্থীদের কাছে বিভিন্ন চাকরির খবর একসাথে প্রকাশ করে এই সংস্থা। বর্তমানে বহু চাকরিপ্রার্থীর বিশ্বাস এবং ভরসার জায়গা হয়ে উঠেছে Naukri.com। তবে এবার চাকরির পাশাপাশি কলেজ পড়ুয়াদের জন্য দুর্দান্ত ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে এই সংস্থা। সম্প্রতি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে একটি Free Online Internship প্রোগ্রামের খবর প্রকাশিত হয়েছে।

Whatsapp Channel Join
Telegram Channel Join

সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে একটি কনটেস্টের ঘোষণা করা হয়েছে। এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করে তোমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা লাভ করতে পারবে। তাহলে কাদের জন্য এই ইন্টার্নশিপটি হবে? কবে থেকে আবেদন জানাতে পারবে? কিভাবে আবেদন জানাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত পড়ে নাও আজকের প্রতিবেদনটি।

কন্টেস্ট সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য:

আয়োজনকারী সংস্থা Naukri.com
কনটেস্টের নাম অল ইন্ডিয়া NCAT
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের যোগ্যতা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী
আবেদনের শেষ তারিখ ২৩/০৫/২০২৫

ক্যাম্পাস সম্পর্কিত তথ্য

Naukri.com কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করেছে। এখানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সাধারণ গ্রাজুয়েশন ডিগ্রি করছেন, এমন প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি প্রতিযোগিতায় জয়ী হলে বিভিন্ন ধরনের উপহার এবং চাকরির সুযোগ দিচ্ছে Naukri.com।

সুবিধা

১) Naukri.com -এর এই NCAT প্রোগ্রামে প্রথম স্থানাধিকারীকে ২,০০,০০০/- টাকা দেওয়া হবে।

২) যারা গোটা ভারতবর্ষে দ্বিতীয় থেকে দশম স্থান অধিকার করবেন তাদের প্রত্যেককে ৫০০০০ টাকা করে দেওয়া হবে।

৩) এর পাশাপাশি একাদশ স্থান থেকে ৫০ তম স্থানের মধ্যে আপনার র‍্যাংক থাকলে, ৫০০০ টাকা পাবেন।

৪) এখানে অংশগ্রহণকারী প্রতিটি প্রার্থীকে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে কিংবা অন্যান্য জায়গায় এই সার্টিফিকেট দেখাতে পারবেন চাকরিপ্রার্থীরা।

৫) ৫০ থেকে ১৫০ এরমধ্যে পনার র‍্যাঙ্ক থাকলে Naukri.com এর পক্ষ থেকে দুর্দান্ত উপহার পাবেন।

৬) এইসবের পাশাপাশি টিভিএস, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টাটা কিংবা জিওর মত কোম্পানিতে পেড ইন্টার্নশিপ এর সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

আবেদনের যোগ্যতা

১) ইঞ্জিনিয়ারিং প্রার্থী- আপনাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এখানে আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কলেজ পড়ুয়া ছাত্র কিংবা ছাত্রী হতে হবে।

২) অন্যান্য প্রার্থী- ইঞ্জিনিয়ারিং কোর্স ছাড়া BA, B.Com,B.Sc সহ বিভিন্ন সাধারণ গ্র্যাজুয়েশন কোর্সে অংশগ্রহণকারীরাও এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে এক্ষেত্রে দুই ভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীদের।

প্রতিযোগিতার ধরন

ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের জন্য কোয়ানটিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজিনিং এবং ভার্বাল এবিলিটির উপর প্রশ্ন করা হবে। অপরদিকে নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা সাধারণ গ্রাজুয়েশন কোর্সের সাথে যুক্ত প্রার্থীদের শুধুমাত্র অ্যাপটিটিউড পরীক্ষা এবং স্পিচ টেস্ট দিতে হবে।

রেজিস্ট্রেশন

এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে ইচ্ছুক প্রার্থীদের। আপনাদের জন্য জানিয়ে রাখি, আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একেবারেই দেরি করবেন না। নিচে দেওয়া ধাপ গুলি মেনে আবেদনটি সেরে ফেলুন-

১) প্রথমেই Naukri.com অ্যাপটি নিজের মোবাইল ফোনে ইন্সটল করে নিন।

২) এরপর অ্যাপের মধ্যে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করুন। আর আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সরাসরি লগইন করে অ্যাপের হোম পেজে চলে আসুন।

৩) এছাড়াও ইচ্ছুক প্রার্থীরা নীচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি Naukri Campus Aptitude Test 2025-এর জন্য নাম রেজিস্টার করাতে পারেন।

৪) এরপর আপনার সামনে NCAT এর পেজ খুলে যাবে। সেখান থেকে একটু নিচে এলেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করার সুযোগ পাবেন।

৫) এরপর অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করুন এবং ভালোভাবে মিলিয়ে নিয়ে জমা করে দিন।

৬) এক্ষেত্রে মনে রাখবেন, আবেদনের সময় যেন কোন রকম ভুল না হয় এবং আবেদনপত্রে উল্লেখ করা আপনার মোবাইল নম্বর এবং ইমেইল আইডি সঠিক হতে হবে।

৭) সম্পূর্ণ আবেদনটি হয়ে গেলে আপনার পরীক্ষা দেওয়ার তারিখ বেছে নিয়ে সাবমিট করে দিন।

গুরুত্বপূর্ণ তারিখ:

পরীক্ষার তারিখ ২৪/০৫/২০২৫ ও ২৫/০৫/২০২৫
রেজাল্ট প্রকাশের তারিখ৩০/০৫/২০২৫

Shristy Base. WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now