শুধু 12th পাশে ফ্লিপকার্ট অনলাইন ইন্টার্নশিপ! স্টাইপেন্ড ১৪,০০০/- টাকা ও চাকরি।

By: Goutam Mondal

On: May 27, 2025

Follow Us:

Flipkart Internship 2025

রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য দারুন সুখবর! বিনামূল্যে স্কিল ডেভলপেমেন্ট প্রশিক্ষন দিচ্ছে ফ্লিপকার্ট। প্রতিমাসে স্টাইপেন্ড ও প্রশিক্ষন শেষে সার্টিফিকেট পাবে। চাকরি বা কর্মসংস্থানেও সহায়তা করা হবে। মাধ্যমিক, ITI বা উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই এখানে প্রশিক্ষন নিতে পারবে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নিই, কি কি পদে প্রশিক্ষন দেওয়া হবে? নিয়োগ কিভাবে করা হবে? আবেদন কিভাবে করবেন? বয়সসীমা, স্টাইপেন্ড, ডকুমেন্ট কি লাগবে?

কি কি ট্রেডে প্রশিক্ষন দেওয়া হয়?

  1. Warehouse Training Program for Aspiring Professionals (General Youth)
  2. Specialized SCOA Training Program for PwD (Person with Disability) Candidate
  3. Supply Chain Career at the SCOA CoE Lab
  4. Data Entry Career with SCOA Data Entry Operator (DEO) Training Program

আবেদনের যোগ্যতা

১) আবেদনকারীর স্মার্টফোন চালানো জানতে হবে এবং ভালো ইন্টারনেট কানেকশন (4G/5G) থাকতে হবে।

২) আধার ও প্যান কার্ড, ব্যাঙ্ক একাউন্ট ও পাসপোর্ট সাইজ ছবি লাগবে।

৩) প্রার্থীকে মাধ্যমিক ও ITI/ডিপ্লোমা পাস যোগ্যতা থাকা চাই অথবা, উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

৪) নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৫৭ বছরের মধ্যে বয়স হওয়া চাই।

৫) বাসিন্দার প্রমানপত্র হিসেবে Rent Agreement, Bank Statement, LPG Bill, Drivers’ Licence, Voter ID, Passport, Ration Card, Water Bill or Mobile Bill (যেকোন ১টি)।

ইন্টার্নশিপের লোকেশন

North IndiaLucknow, Jhajjar, Ludhiana, Yakubpur, Gurgaon, Noida, Ballabgarh, Farukhnagar, Dharuhera
South IndiaBangalore, Patancheru, Malur, Vijayawada, Narsapura, Hosur, Alamathi, Dharwad, Yelamanchili, Coimbatore, Nelamangala
West IndiaMumbai, Ahmedabad, Nagpur, Renaissance, Saidhham, Pune, Indore
East IndiaHaringhata, Cuttack, Bilaspur, Patna, Guwahati, Uluberia

Note: মনে রাখবেন, অনলাইনে ফর্ম ফিলাপ করার সময়, আপনি কোন লোকেশনে ইন্টার্নশিপ করতে চান, সেটা অবশ্যই সঠিকভাবে বাছাই করবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে হরিণঘাটা এবং উলুবেরিয়া লোকেশন আছে।

ইন্টার্নশিপের মেয়াদ

Course NameDuration
Warhouse54 Days
eDAB53 Days
Wholesale Operation Associate54 Days
Delivery Associates52 Days

প্রথমে, ৯ দিন ডিজিটাল লার্নিং করানো হবে। মানে, অনলাইনে বাড়ি বসে ক্লাস করতে পারবেন। পরবর্তী, ৪৫ দিন On Job Training (OJT) করানো হবে। অর্থাৎ, ফ্লিপকার্টের ওয়্যারহাউসে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষন দেওয়া হবে।

স্টাইপেন্ড ও সার্টিফিকেট

Certification: ৫৪ দিনের এই কোর্সটি যারা সফল ভাবে সম্পূর্ণ করবেন, তাদেরকে Flipkart SCOA Academy-এর পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে।

Stipend: এই কোর্সটি সম্পূর্ণ করলে আপনি এককালীন আনুমানিক ১৪,০০০/- টাকা মতো স্টাইপেন্ড পাবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে মোট দুটি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে Pre-Assessment Test নেওয়া হবে। এই টেস্টে যারা কমকরে ৬০% নম্বর পাবে, তাদের ফাইনাল সিলেক্ট করা হবে। এই টেস্টটিবাড়ি বসে অনলাইনে দিতে পারবে। সবশেষে, অবশ্যই প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

কি কি ডকুমেন্ট লাগবে?

  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • আধার কার্ডের জেরক্স।
  • প্যান কার্ডের জেরক্স।
  • ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার জেরক্স।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।
  • স্থায়ী বাসিন্দার প্রমানপত্র।

আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক প্রার্থীদের ফ্লিপকার্টের SCOA এর অফিশিয়াল পোর্টাল flipkartacademy.com গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। যেই কোর্সে ট্রেনিং করতে ইচ্ছুক, প্রথমে সেই কোর্স বাছাই করতে হবে। এরপরে, আবেদনকারীর সমস্ত বিবরণ দিয়ে নির্ভুলভাবে ফর্ম পূরন করতে হবে। আবেদন করার সময় একটি এক্টিভ ইমেল আইডি ও ফোন নম্বর দেবে। যেখানে পরবর্তীতে তোমার সাথে ফ্লিপকার্ট একাডেমি যোগাযোগ করবে।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now