Business Idea

Meesho Work From Home Jobs 2025: Meesho কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ! নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন।

প্রতি মাসে ন্যূনতম ১৮,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৭৫,০০০/- টাকা পর্যন্ত বেতনের সুযোগ পাবেন নিযুক্ত কর্মীরা। অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Meesho Work From Home Jobs 2025: দেশের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করেছে ভারতীয় ই-কমার্স কোম্পানি Meesho। সস্তা দামে ভালো কোয়ালিটির জিনিস বিক্রি করে খুব অল্প দিনের মধ্যেই ভারতীয় বাজারে জনপ্রিয়তা লাভ করেছে Meesho। বর্তমানে এই কোম্পানি বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে।

আজকের প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য যেমন পদের নাম, আবেদনের যোগ্যতা, শূন্য পদের বিবরণ, বয়স সীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়ার সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

Post Name: Meesho Work From Home Jobs 2025

  1. অ্যাড সেলস ম্যানেজার,
  2. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,
  3. অ্যাসোসিয়েট ক্যাটাগরি,
  4. অ্যান্ড্রয়েড ডেভেলপার,
  5. এসোসিয়েট ডেভলপার,
  6. ক্লাস্টার হেড,
  7. ডাটাবেজ ইঞ্জিনিয়ার,
  8. ডেপুটি ম্যানেজার,
  9. ডিজাইন লিড,
  10. ম্যানেজার,
  11. ইঞ্জিনিয়ার,
  12. প্রোডাক্ট ম্যানেজার,
  13. প্রোগ্রাম ম্যানেজার,
  14. ডাটা সাইন্টিস্ট,
  15. গ্রাফিক ডিজাইনার,
  16. সিকিউরিটি ইঞ্জিনিয়ার,
  17. সিনিয়র অ্যাসোসিয়েট,
  18. অফিসার,
  19. একাউন্টেন্ট
  20. গ্রুপ ডি পদ
  21. হেলপার,
  22. ডেলিভারি বয়।

মাসিক বেতন

প্রতি মাসে ন্যূনতম ১৮,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৭৫,০০০/- টাকা পর্যন্ত বেতনের সুযোগ পাবেন নিযুক্ত কর্মীরা।

Read More: এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ২৫,০০০/- মাইনে পাবে।

Qualification: Meesho Work From Home Jobs 2025

১) বিভিন্ন গ্রুপ ডি পদের জন্য নূন্যতম অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

২) টেকনিক্যাল পদের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমতুল্য ডিপ্লোমা ডিগ্রীর প্রয়োজন হবে।

৩) এছাড়াও সাধারণ স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাতেও চাকরি প্রার্থীরা সহজেই আবেদন জানাতে পারবেন।

৪) মাধ্যমিক পাশের সাথে ITI এবং অ্যাপ্রেন্টিস যোগ্যতাতে চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ থাকছে।

বয়স সীমা

কমপক্ষে ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বয়সের উর্ধসীমার কোনো ব্যাপার নেই। যেকোন বয়সী নারী/পুরুষ সকলেই এখানে আবেদনযোগ্য।

Meesho Work From Home Jobs 2025 Form Fillup

এখানে অনলাইন মাধ্যমে MEESHO কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের। কোনরকম আবেদনমূল্য ছাড়াই এখানে বিভিন্ন পদের জন্য আবেদন জানানো যাবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের প্রয়োজন অনুযায়ী জব ভ্যাকেন্সি খুঁজে নিয়ে আবেদন জানাতে হবে।

আবেদনের জন্য অবশ্যই চাকরিপ্রার্থীদের কাছে নিজেদের সিভি, আধার কার্ড, বৈধ মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং একটি ইমেইল আইডির প্রয়োজন হবে।

Meesho Work From Home Jobs 2025 Apply Link

নিয়োগ প্রক্রিয়া

সরাসরি সাধারণ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ আপনি বাড়িতে বসেই দিতে পারবেন। তার জন্য কোথাও যাবার প্রয়োজন নেই।

আবেদনের সময়সীমা

এখানে কোন রকম সময়সীমার উল্লেখ করা হয়নি। শূন্য পদ পূরণ না হওয়া পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আবেদন গ্রহণ করা হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button