স্টেট ব্যাঙ্কে KYC ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ! বাড়ি বসে ওয়ার্ক ফ্রম হোম।

ভারতের বৃহত্তম ব্যাংকের পক্ষ থেকে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। মূলত ব্যাংকের বিভিন্ন কেওয়াইসি ভেরিফিকেশনের জন্যই এই নিয়োগটি করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের বৃহত্তম এই ব্যাংকের কাজ করার স্বপ্ন দেখে থাকেন বহু চাকরিপ্রার্থী।
তবে ব্যাংকের চাকরি পাওয়ার জন্য বেশ শক্ত নিয়োগ পরীক্ষা দিতে হয় চাকরিপ্রার্থীদের। এর পাশাপাশি থাকে ইন্টারভিউ পরীক্ষাও। তবে এই নিয়োগের ক্ষেত্রে কোন রকম কঠিন পরীক্ষা ছাড়াই নিজের বাড়িতে বসে চাকরিপ্রার্থীরা কাজ পেতে পারবেন।
তাহলে কোন পদে নিয়োগ করা হচ্ছে? কতজনকে নিয়োগ করা হবে? কারা আবেদন করতে পারবেন? মাসিক বেতন কত পাবেন? কী কাজ করতে হবে? কোথায় কাজ করতে হবে? কীভাবে আবেদন করবেন? কীভাবে নিয়োগ করা হবে? এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে রইল আজকের প্রতিবেদনে।
পদের নাম
ব্যাংকের কেওয়াইসি ভেরিফিকেশন কর্মী হিসেবে চাকরি প্রার্থীদের নিয়োগ করছে SBI।
কী কাজ করতে হবে?
ব্যাংকের বিভিন্ন কাজের পাশাপাশি গ্রাহকদের কেওয়াইসি ভেরিফিকেশন করা অনেক সময় অতিরিক্ত বোঝা হয়ে যায় ব্যাংক ব্রাঞ্চগুলির জন্য। এই কারণে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ভিডিও কেওয়াইসির ব্যবস্থা করছে SBI। এই ভিডিও KYC র সমস্ত কাজ এবং ভেরিফিকেশন করতে হবে নিযুক্ত কর্মীদের।
কোথায় কাজ করতে হবে?
এখানে সম্পূর্ণ বাড়িতে বসে নির্দিষ্ট ব্যাংকিং সময় সীমার মধ্যে কাজ করতে হবে নিযুক্ত প্রার্থীদের।
কারা আবেদন করতে পারবেন?
১) এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
২) ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন জানানো যাবে।
৩) নূন্যতম ১৮ বছর বয়স থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন কত পাবেন?
প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে নিয়োগের শুরু থেকেই ন্যূনতম ২৫,০০০/- টাকা বেতন পাবেন কর্মীরা। এর পাশাপাশি বাড়িতে বসে কাজ করার ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রী ব্যাংকের পক্ষ থেকে পাবেন কর্মীরা।
কীভাবে আবেদন করবেন?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং এর পাশাপাশি নিজের বায়োডাটা আপডেট করে দিতে হবে।
কীভাবে নিয়োগ করা হবে?
ব্যাংকের পক্ষ থেকে একটি অ্যাসেসমেন্ট টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত তথ্য ভালোভাবে জেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন।