ইন্টার্নশিপ

ITI Course Admission 2025: পশ্চিমবঙ্গে ITI ভর্তির সম্পূর্ণ তথ্য! সেরা ট্রেড কোনগুলো? মাধ্যমিক/8th পাশে আবেদন।

আজকের দিনে শুধুমাত্র একাডেমিক ডিগ্রী থাকলেই ভালো জায়গায় চাকরি পাওয়া সম্ভব নয়। তাই ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত দক্ষতা হিসাবে ITI -এর পড়াশোনা সম্পর্কিত সমস্ত তথ্য উল্লেখ করা হলো...

ITI Course Admission 2025: আপনার কি মনে হয়, আজকের দিনে শুধুমাত্র একাডেমিক ডিগ্রী থাকলেই ভালো জায়গায় চাকরি পাওয়া সম্ভব? একদমই নয়, একাডেমিক শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি স্কিল বেসড যোগ্যতার প্রয়োজন রয়েছে। এই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্যের যুবক যুবতীদের মধ্যে ITI বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এর গুরুত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। যুবক যুবতীদের আত্মনির্ভর হয়ে ওঠার দৌড়ে এই প্রশিক্ষণ যথেষ্ট পরিমাণে সাহায্য করে থাকে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

আজকের এই প্রতিবেদনে আমরা এই গুরুত্বপূর্ণ আইটিআই কোর্স সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। ITI কোর্সের সমস্ত তথ্য গুলি অত্যন্ত সহজ সরল ভাবে বুঝে নিতে শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।

ITI Course Admission 2025 Guide

ITI এর পুরো কথা হল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র। আইটিআই এর মাধ্যমে মূলত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়ের দক্ষ টেকনিশিয়ান তৈরি করা হয়। এটি পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের একাডেমিক যোগ্যতার পাশে অতিরিক্ত যোগ্যতা হিসেবে কাজে লাগে। এর পাশাপাশি এই সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা একেবারে হাতে-কলমে সামনাসামনি বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ পেয়ে থাকেন শিক্ষার্থীরা।

প্রশিক্ষণের নামইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা ITI
প্রশিক্ষণের ধরনটেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট
ট্রেনিং মেয়াদ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত
পরিচালনাকারী সংস্থাস্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (SCVT), ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (SCVT), ডাইরেক্টরেট জেনারাল অফ ট্রেনিং (DGT)

Qualification Of ITI Course Admission 2025

১) E গ্রুপ– যে সমস্ত শিক্ষার্থীদের শুধুমাত্র এইট পাশ বা তার সমতুল্য যোগ্যতা রয়েছে, তারা E গ্রুপ ITI কোর্সে এডমিশন নিতে পারবেন।

২) M গ্রুপ- পশ্চিম বঙ্গ রাজ্যের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকলে, এই কোর্স আপনার জন্য অনবদ্য।

M গ্রুপে কি কি ট্রেড রয়েছে?

Trade NameDuration
Electrician2 Years
Fitter2 Years
Machinist2 Years
Turner2 Years
Draughtsman (Mechanical)2 Years
Draughtsman (Civil)2 Years
Mechanic Motor Vehicle2 Years
Electronics Mechanic2 Years
Instrument Mechanic2 Years
Surveyor2 Years
Tool and Die Maker2 Years
Plastic Processing Operator1 Year
Computer Hardware and Network Maintenance1 Year
Fashion Design and Technology1 Year
Dress Making1 Year
Secretarial Practice (English)1 Year
Front Office Assistant1 Year
Food & Beverages Guest Services Assistant1 Year
Computer-Aided Embroidery and Designing1 Year
Craftsman Fruit and Vegetable Processing1 Year
Horticulture1 Year
Health Sanitary Inspector1 Year
Hair & Skin Care / Basic Cosmetology1 Year
Baker and Confectioner1 Year
Food Production (General)1 Year
Information Technology1 Year
Computer Operator and Programming Assistant1 Year

E গ্রুপে কি কি ট্রেড রয়েছে?

Trade NameDuration
Carpenter1 Year
Mason (Building Constructor)1 Year
Painter (General)1 Year
Welder (Gas & Electric)1 Year
Sheet Metal Worker1 Year
Plumber1 Year
Wireman2 Years
Dress Making1 Year
Sewing Technology1 Year
Cutting and Sewing1 Year

ITI Course Admission 2025 Popular Trade

ITI এর মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু বাজারে সব ট্রেডের চাহিদা সমান নয়। নীচে কিছু ট্রেডের লিস্ট দেওয়া হল, চাকরির বাজারে যার চাহিদা বেশি। এর মধ্যে ইচ্ছুক প্রার্থীরা যেকোনো একটি ট্রেড বেছে নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। আইটিআই কোর্সের কয়েকটি জনপ্রিয় ট্রেড নিচে উল্লেখ করা হল-

  1. ইলেকট্রিশিয়ান।
  2. ফিটার।
  3. মেকানিক (মোটর ভেহিকেল)।
  4. ওয়েল্ডার।
  5. প্লামবার।
  6. টার্নার।
  7. রেফ্রিজারেটর বা এসি মেকানিক।

Age Limit of ITI Course Admission 2025

উপরে উল্লেখিত ITI এর কোর্স দুটিতে ভর্তি হবার জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। বয়সের উর্ধসীমার কোনো বাধ্যবাধকতা নেই। আবেদনকারীরকে ০১/০৮/২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।

Read More: 10th পাশে বিনামূল্যে নার্সিং ট্রেনিং দিচ্ছে সরকার! প্রতিমাসে স্টাইপেন্ড ও চাকরি।

ITI Course Admission 2025 Form Fillup

অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য যেমন এডমিশন বা এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, সেরকম কোনো পরীক্ষা দিয়ে আইটিআই কোর্সে ভর্তি হতে হয় না। মাধ্যমিকে বা অষ্টম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের এখানে এডমিশন করানো হয়।

অনলাইনে আবেদন পদ্ধতি

শিক্ষার্থীরা ITI কোর্সে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবে। ইচ্ছুক শিক্ষার্থীরা প্রতিবছর scvtwb.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখলেই আইটিআই এর জন্য আবেদন বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখান থেকেই আপনাদের অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে। আগামী আগস্ট মাসেই আইটিআই এর জন্য এডমিশন শুরু হতে চলেছে।

আবেদন মূল্য

মহিলা প্রার্থী১০০/- টাকা
পুরুষ প্রার্থী২০০/- টাকা

ITI কোর্স করে চাকরি ও ব্যবসা

শিক্ষার্থীদের কাছে আইটিআই সার্টিফিকেট (ITI Course Admission 2025) থাকলে পরবর্তী সময়ে সরকারি বা বেসরকারি চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুযোগ-সুবিধা পেয়ে থাকেন চাকরি প্রার্থীরা।

১) সরকারি চাকরি- বর্তমানে ভারতীয় রেল এবং বিভিন্ন সরকারি দপ্তরে আইটিআই পাস করা চাকরি প্রার্থীদের জন্য একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিভিন্ন প্রযুক্তিগত কাজের জন্য আইটিআই যোগ্যতার চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

২) সরকারি অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম- পরবর্তীকালে নিজেদের দক্ষতা এবং যোগ্যতা আরো বাড়ানোর জন্য আইটিআই চাকরি প্রার্থীরা অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম এ যোগদান করতে পারেন। এর ফলে দক্ষতা ও অধিক কর্মদক্ষতার কারণে চাকরি পাওয়ার সম্ভাবনা আরো বৃদ্ধি পায়।

৩) বেসরকারি চাকরি– বেসরকারি বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট, টেস্টিং হাব কিংবা কারখানাতে আইটিআই যোগ্যতার চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ করে দেওয়া হয়। ভারতবর্ষের পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর কিংবা আমেদাবাদের মত জায়গায় এই যোগ্যতায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন কাজের সুযোগ পেয়ে যাবেন।

৪) ব্যবসার ক্ষেত্রে- কোন প্রার্থী যদি ITI যোগ্যতা (ITI Course Admission 2025) নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে ইচ্ছুক হয়ে থাকেন, সে ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে। এক্ষেত্রে নিজস্ব সার্ভিস কোম্পানি খুলে স্থানীয় এলাকার মধ্যে ব্যবসা শুরু করা যেতে পারে।

৫) উচ্চতর শিক্ষা- আইটিআই পাস করে পরবর্তীকালে পলিটেকনিক ডিপ্লোমা করা যেতে পারে। এর পাশাপাশি ডিপ্লোমা ডিগ্রি হয়ে গেলে বিটেক ইঞ্জিনিয়ার এর পড়াশোনা করে উচ্চতর ইঞ্জিনিয়ার হয়ে ওঠা সম্ভব।

ITI Course Admission 2025 Links

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
কোর্সে ভর্তি হওয়ার তথ্যView More
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Back to top button
x
Advertisements