নিজেদের বেকারত্বের জীবনের অবসান ঘটাতে চাও? যে সমস্ত চাকরিপ্রার্থীরা একটি সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলো রেলওয়ে কনস্ট্রাকশন দপ্তর। ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (IRCON) এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই প্রতিবেদনে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতনের পরিমাণ এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্যাবলী যথাযথভাবে উল্লেখ করা হলো। প্রয়োজনে চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটির ভালোভাবে পড়ে যাচাই করে নিতে পারেন।
পদের নাম
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার (S&T) , ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার (সিভিল), সাইট সুপারভাইজার (সিভিল) ইত্যাদি পদ গুলিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদের সংখ্যা: ২০ টি।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদের কোন কঠিন লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ
ইন্টারভিউর তারিখ | ০৮/০৪/২০২৫ |
ইন্টারভিউয়ের ঠিকানা | ৩৭৮, প্রান্তিক পল্লি ধানমথ কসবা কলকাতা ৭০০১০৭ |
মাসিক বেতন
এখানে পদ অনুসারে বিভিন্ন বেতন ক্রম নির্ধারিত করা হয়েছে। ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার (S&T) ও ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে সবমিলিয়ে মোট ৩৬ হাজার টাকা এবং সাইট সুপারভাইজার (সিভিল) পদে নিযুক্ত কর্মীরা মাসিক ২৫ হাজার টাকা বেতন পাবেন।
আবেদনের যোগ্যতা
১) উল্লেখিত পদগুলির জন্য ইচ্ছুক আবেদনকারীদের সংশ্লিষ্ট পদের উপযোগী ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রী অথবা ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে, ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার (S&T) ও ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার (সিভিল) পদে পদের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবশ্যিকভাবে B.A/ B.Tech ডিগ্রী এবং সুপারভাইজার (সিভিল) পদে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
২) এখানে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
৩) বয়সের ঊর্ধ্বসীমায় সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে আগে থেকে কোন চাকরিপ্রার্থীকেই আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে না। কিছু প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ এর দিনে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে সঠিক স্থানে পৌঁছে যাবেন।
প্রয়োজনীয় নথিপত্র
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
- আধার কার্ড।
- বয়সের প্রমাণপত্র।
- ঠিকানার প্রমাণপত্র।
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।
প্রয়োজনীয় লিঙ্ক
Official Notice | Download PDF |
Official Website | Click Here |