আধারের মত আইডি আনল কেন্দ্র সরকার! সবাই বানিয়ে নাও এইভাবে।

By: WB Tathya

On: March 8, 2025

Follow Us:

How to Apply for ABHA ID Card?

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

বর্তমানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যে এই সমস্যার সমাধানের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এবারে আধার কার্ডের মতোই আরো একটি নতুন কার্ড শুরু করা হলো ভারতবর্ষে।

এই কার্ডের মাধ্যমে উপভোক্তার সম্পর্কে বিভিন্ন বিষয় বিশদে জেনে নেওয়া সম্ভব হবে এবং পরবর্তী সময়ের বিভিন্ন কাজ আরো সুগম হবে বলে জানা যাচ্ছে। তবে এই কার্ডের নতুন প্রকল্পে যেকোনো ভারতবাসী আবেদন জানাতে পারবেন।

ABHA ID Card

আধার কার্ডের অনুরূপে যে কার্ডটি ভারতবর্ষে আসতে চলেছে তার নাম হলো, আভা আইডি কার্ড বা Ayushman Bharat Health Account ID Card। ভারতবর্ষের যে কোন রাজ্যের বাসিন্দা হয়ে থাকলেই উপভোক্তারা এই কার্ডের জন্য আবেদন জানাতে পারেন।

এটি আধার কার্ডের মতই প্রতিটি উপভোক্তার ইউনিক একটি নম্বর প্রদান করবে। তবে এই কার্ডটি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্গত একটি স্বাস্থ্য পরিষেবা কার্ড।

ABHA ID Card সুযোগ সুবিধা

১) এই কার্ডের ইউনিক নম্বরের মধ্যে একজন ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য একত্রিত করে রাখা হবে। এর ফলে পেশেন্টের মেডিকেল হিস্ট্রি জেনে নিতে সুবিধা হবে চিকিৎসকদের। এটি পরবর্তী সময়ের চিকিৎসা ক্ষেত্রে বিশাল লাভদায়ক হবে বলে মনে করা হচ্ছে।

২) বিভিন্ন বীমা পরিষেবা বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে এই আইডি কার্ড যুক্ত করে সহজেই সেই পরিষেবাটির লাভ পাওয়া যাবে।

৩) বিভিন্ন সরকারি চিকিৎসা ক্ষেত্রে পূর্ব চিকিৎসার রেকর্ড ধারণকারী এই কার্ড ব্যবহার করতে পারেন উপভোক্তা।

৪) যেকোনো জটিল থেকে জটিলতর চিকিৎসার সমাধানের ক্ষেত্রে এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

How to Apply

১) ইচ্ছুক ব্যক্তিকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আভা আইডি কার্ডের জন্য আবেদন জানাতে হবে।

২) আবেদনের জন্য নীচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) ওয়েবসাইটের হোমপেজে থাকা ‘Create ABHA Number’ অপশনটির দ্বারা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এর সাহায্যে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া যেতে পারে।

৪) আভা নম্বর তৈরি হয়ে গেলে সমস্ত নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিয়ে আবেদনপত্রটি একটি ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে সাবমিট করে দিতে হবে।

৫) সঠিকভাবে আবেদন হয়ে গেলে উপভোক্তার আভা আই ডি নম্বর জেনারেট হয়ে যাবে এবং উপভোক্তা আইডি কার্ড সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

আবেদনের সময়সীমা

এই আইডি কার্ড আধার কার্ডের মত প্রতিটি ভারতবাসীর জন্য বাধ্যতামূলক নয়। উপভোক্তারা নিজেদের ইচ্ছামত এই আইডি কার্ডটি বানাতে পারেন বা চাইলে নাও বানাতে পারেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে এই কার্ডে আবেদনের কোন শেষ দিন ঘোষণা করা হয়নি।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements