প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা, পোস্ট অফিসের এই স্কিমে! কীভাবে আবেদন করবেন দেখে নিন

By: Goutam Mondal

On: March 8, 2025

Follow Us:

Senior Citizen Savings Scheme

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে প্রতি মাসে উপভোক্তারা পাবেন ২০,০০০/- টাকার পেনশন! সরকারি কর্মচারীরা সাধারণত সরকারের পক্ষ থেকেই তাদের কর্মজীবনের অবসানের পর পেনশন পেয়ে থাকেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

সেই কারণে তাদের কর্মজীবনের পরবর্তী সময় যথেষ্ট সুনিশ্চিত থাকে। তবে এই সুযোগ পান না বেসরকারি চাকুরীজীবীরা। সেই কারণেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পেনশন স্কিম নিয়ে আসা হয়েছে।

Senior Citizen Savings Scheme

ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে Senior Citizen Savings Scheme শুরু করা হলো। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের ঊর্ধ্বে বয়সী ব্যক্তিরা প্রতিমাসে ২০,০০০/- টাকা পেনশন পেতে সক্ষম হবেন। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো আজকের প্রতিবেদনটির মাধ্যমে।

কেন এই প্রকল্পে আবেদন করবেন?

১) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রকল্পের মাধ্যমে পোস্ট অফিসের পক্ষ থেকে ৬০ বছরের পরবর্তী সময়ে ভারতের প্রবীণ নাগরিকরা সরকারের পক্ষ থেকে মাসিক পেনশন ভোগ করতে পারবেন।

২) এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের জমানো টাকার উপর বার্ষিক ৮.২% হারে সুদ পাওয়া যাবে।

৩) আয়কর আইন ৮০সি ধারা অনুসারে ভারতীয় ডাক বিভাগের এই প্রকল্পে অর্থ সঞ্চয় করলে বিভিন্ন করের উপর ছাড় পাওয়া যায়।

৪) ডাক বিভাগের এই প্রকল্পের মাধ্যমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সঞ্চয় করা সম্ভব।

৫) একজন আবেদনকারী সর্বোচ্চ ৫ বছরের জন্য আবেদন করতে পারবেন। এই মেয়াদ পূর্ণ হলে সেই সময়সীমা পুনরায় বৃদ্ধি করা যেতে পারে।

৬) এই প্রকল্পের মাধ্যমে কোনরকম জালিয়াতি ছাড়াই নিশ্চিত রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে।

প্রয়োজনীয় যোগ্যতা

১) এই স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছরের ঊর্ধ্বে।

২) সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী উভয়েই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

৩) এমনকি সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও এই প্রকল্পের অধীনে আবেদন জানাতে পারবেন।

How to Apply

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আবেদন করার জন্য অফলাইন মাধ্যমে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন উপভোক্তারা। এর পাশাপাশি পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও অনলাইন মাধ্যমে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন।

অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অপশনটি বেছে নিয়ে সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এর পাশাপাশি ডাক বিভাগের পক্ষ থেকে চাওয়া সমস্ত নথিপত্র গুলি সঠিকভাবে জমা করতে হবে।

এক্ষেত্রে আবেদনকারীরা সঠিক পরিমাণে বিনিয়োগ করলে তবেই বার্ষিক ৮.২% হারে সুদ পেতে সক্ষম হবেন এবং প্রতিমাসে ২০,০০০/- টাকা পেনশন পেতে পারবেন। তাই আর বেশি দেরি না করে নিজের পেনশন পেতে এখনই আবেদন করে ফেলুন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment