বরোদা ব্যাঙ্কে তাদের ব্রাঞ্চের কাজের জন্য ৫০০টি অফিস এসিস্ট্যান্ট (পিওন) পদে কর্মী নিয়োগ করছে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতজুড়ে এই নিয়োগ করা হচ্ছে। ছেলে-মেয়ে যেকেউ মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদনযোগ্য। বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে নিজের রাজ্যে কাজ পেতে পারো। পরীক্ষার সিলেবাস কি রয়েছে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হল।
একনজরে
Bank Name | Bank Of Baroda |
Post Name | Office Assistant (Peon) |
Vacancy | 500 |
Qualification | 10th Pass |
Selection Process | Online Test & Local Lang. Test |
How to Apply? |
গুরুত্বপূর্ণ তারিখ– ০৩ই মে ২০২৫ তারিখ থেকে, এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২৩ই মে ২০২৫ তারিখ পর্যন্ত।
পদের নাম- বরোদা ব্যাঙ্কে Office Assistant (Peon) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শুন্যপদ- সারা ভারতজুড়ে অনেকগুলি রাজ্যে মোট ৫০০টি শুন্যপদে পিওন পদে নিয়োগ করা হবে। West Bengal-এর জন্য ১৪টি শুন্যপদ আছে। (SC- 03, OBC- 03, EWS- 01, UR- 07, EXS- 03, Total- 14)। এছাড়া, অন্যান্য রাজ্যের শুন্যপদ গুলি হল-
State | No. of Vacancies |
Andhra Pradesh | 22 |
Assam | 04 |
Bihar | 23 |
Chandigarh (UT) | 01 |
Chhattisgarh | 12 |
Dadra and Nagar Haveli (UT | 01 |
Daman and Diu (UT | 01 |
Delhi (UT) | 10 |
Goa | 03 |
Gujarat | 80 |
Haryana | 11 |
Himachal Pradesh | 03 |
Jammu and Kashmir | 01 |
Jharkhand | 10 |
Karnataka | 31 |
Kerala | 19 |
Madhya Pradesh | 16 |
Maharashtra | 29 |
Manipur | 01 |
Nagaland | 01 |
Odisha | 17 |
Punjab | 14 |
Rajasthan | 46 |
Tamil Nadu | 24 |
Telangana | 13 |
Uttar Pradesh | 83 |
Uttarakhand | 10 |
West Bengal | 14 |
Total | 500 |
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমকরে মাধ্যমিক পাস (S.S.C./ Matriculation/10th Standard) করতে হবে বা সমতুল্য কোনো যোগ্যতা থাকা চাই। এছাড়া, যেই রাজ্যে আবেদন করবে, সেই রাজ্যের লোকাল ভাষা (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা) জানতে হবে।
বয়সসীমা- প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে সর্বচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে। জন্মতারিখ হতে হবে ০১/০৫/১৯৯৯ তারিখ বা তারপর থেকে ০১/০৫/২০০৭ তারিখ বা তার আগে। SC/ST- ০৫ বছর, OBC- ০৩ বছর, PWD- ১০ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
মাসিক মাইনে- প্রতিমাসে ১৯,৯০০/- টাকা থেকে মাইনে শুরু হচ্ছে। মাইনের সাথে অন্যান্য সবরকম সুবিধা পাবেন। যেমন- DA, HRA, CCA, Special Allowance, Transport Allowance, Special Pay, Leave Fare Concession, Leave encashment, Group Medical Insurance for self & dependents, Medical Aid, Gratuity, Defined Contributory Pension Scheme, Staff Overdraft facility, House Building Loan, Conveyance Loan, Group Personal Accident Insurance, Staff Welfare Schemes ইত্যাদি। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিন।
Credit History- এই চাকরিতে যোগদান করার জন্য প্রার্থীদের Credit History বা সিভিল স্কোর নুন্যতম ৬৫০ থাকতে হবে। যাদের এই স্কোর থাকবে না বা চাকরিতে জয়েনিং-এর সময়ে সিভিল স্কোর আপডেট থাকবে না, তারা লোন প্রদানকারী সংস্থা (lender) থেকে NOCs দেখাতে হবে।
নিয়োগ প্রক্রিয়া- প্রথমে, ১০০ নম্বরের MCQ টাইপের অনলাইন টেস্ট হবে। যারা এই পরীক্ষায় পাস করবে তাদের লোকাল ল্যাঙ্গয়েজ টেস্ট (Local Vernacular Language Test) নেওয়া হবে। সবশেষে, অবশ্যই প্রার্থীর অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। জয়েনিং-এর প্রথম ৬ মাস Probation Period থাকবে।
পরীক্ষার সিলেবাস-
Name of the Tests | Questions/Marks |
Knowledge of English Language | 25 Question/25 Marks |
General Awareness | 25 Question/25 Marks |
Elementary Arithmetic | 25 Question/25 Marks |
Psychometric Test (Reasoning) | 25 Question/25 Marks |
Total | 100 Question/100 Marks |
পরীক্ষার সময় থাকবে ৮০ মিনিট। শুধুমাত্র Knowledge of English Language সাবজেক্টের প্রশ্ন হবে ইংরেজি ভাষায়। বাকি তিনটি সাবজেক্টে বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবেন।
নেগেটিভ নম্বর-0.25
পরীক্ষা কেন্দ্র– Asansol, Kolkatta, Kalyani, Siliguri
Pre-Examination/ Recruitment Training– SC/ST/OBC/PWD প্রার্থীদের জন্য বিনামূল্যে Pre-Examination/ Recruitment Training এর ব্যবস্থা করা হয়েছে অনলাইনে।
আবেদন প্রক্রিয়া- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। বরোদা ব্যাঙ্কের Career পোর্টালে গিয়ে Apply Now অপশনে ক্লিক করতে হবে। এরপরে, IBPS-এর পোর্টাল খুলবে, এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে, ডকুমেন্ট আপলোড করো এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি-
General, EWS & OBC candidates | Rs.600/- + Applicable Taxes + Payment Gateway Charges |
r SC, ST, PwBD, EXS, DISXS & Women candidates | Rs.100/- + Applicable Taxes + Payment Gateway Charges |
ডকুমেন্ট কি কি আপলোড করতে হবে?
- DOB Proof: 10th marksheet/ certificate (PDF)
- Educational Certificates: Relevant Mark-Sheets/Certificate (PDF) (All Educational Certificates should be scanned in a single PDF file)
- Work experience certificates (PDF) if applicable (PDF)
- Caste/ Category Certificate (PDF) if applicable (PDF)
- PWD certificate, if applicable (PDF)