Airport Job Vacancy 2025: এয়ারপোর্টে ৪৭৮৭ শুন্যপদে কর্মী নিয়োগ চলছে! 12th পাশে প্রতিমাসে ২৫,০০০ বেতন।

এই চাকরিতে ফ্রড বা স্ক্যাম করতে পারে। এখানে কেউ আবেদন করবেন না আর করলেও নিজের দায়িত্বে করবেন।
কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য আবারও দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবারে কেন্দ্রীয় সরকারের অন্তর্গত এয়ারপোর্টের বিভিন্ন সার্ভিসের জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হতে চলেছে। যেখানে চাকরিপ্রার্থীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন।
এর পাশাপাশি থাকতে যথেষ্ট ভালো অঙ্কের বেতনের সুবিধা। সম্প্রতি এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে বলে জানানো হচ্ছে। তাই সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন এমন চাকরিপ্রার্থীরা একেবারেই এই সুযোগ হাতছাড়া করবেন না।
চাকরিপ্রার্থীরা কোন কোন পদের জন্য আবেদন জানাতে পারবেন? কোন যোগ্যতা থেকে আবেদন জানানো যাবে? মোট কতগুলি শূন্যপদ রয়েছে? কিভাবে নিয়োগ করা হবে? আবেদন কিভাবে জানাবেন? এই সমস্ত প্রশ্নগুলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তাই এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন আজকের প্রতিবেদনটি।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | অলরেডি শুরু হয়ে গেছে |
আবেদনের শেষ তারিখ | ১৫ই এপ্রিল ২০২৫ তারিখ |
পদের নাম
এয়ারপোর্ট কাস্টমার সার্ভিস এসোসিয়েট পদে নিয়োগ করা হচ্ছে, NIA এয়ারপোর্ট এভিয়েশনে।
মোট শূন্য পদের সংখ্যা
সংস্থার পক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে ৪৭৮৭ জন যোগ্য চাকরিপ্রার্থীকে উল্লেখিত পদে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে বলে জানিয়েছে NIA এয়ারপোর্ট এভিয়েশন।
Read More: পরিবহণ দপ্তরে সহকারী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
উল্লেখিত পদে আবেদন জানানোর জন্য সাক্রি প্রার্থীদের আবশ্যিকভাবে যেকোনো স্বীকৃত বোর্ডের অন্তর্গত বিদ্যালয়ের থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অবশ্যই যথেষ্ট ভালো কমিউনিকেশন স্কিল বা কথা বলার দক্ষতা থাকতে হবে চাকরি প্রার্থীর মধ্যে।
বয়স সীমা
উল্লেখিত পদে ভারতবর্ষের পুরুষ মহিলা নির্বিশেষের সকল চাকরি প্রার্থীরাই ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। এই আবেদনের সমস্ত যোগ্যতা ০১/০৭/২০২৫ তারিখের হিসাব অনুসারে করা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ছাড় সম্পর্কে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
মাসিক বেতন
উল্লেখিত পদে যে সমস্ত কর্মীরা যোগ্য হিসেবে নিযুক্ত হবেন তাদেরকে প্রতিমাসে ১৩,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।
নিয়োগ পদ্ধতি
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, উল্লেখিত পদে আবেদনের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় যে সমস্ত চাকরিপ্রার্থীরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন শুধুমাত্র তাদেরকেই ইন্টারভিউয়ের জন্য ডাক দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে।
পরীক্ষার সিলেবাস
লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি চাকরির থেকে মোট ১০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে ইংরেজি, অংক, সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং লজিক্যাল রিজনিং বিষয়ের উপর প্রশ্ন দেওয়া হবে। প্রতিটি বিভাগের ক্ষেত্রে এক নম্বর করে মোট ২৫ টি প্রশ্ন থাকবে।
পশ্চিমবঙ্গ রাজ্যে পরীক্ষা কেন্দ্র
পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যেই একাধিক পরীক্ষার কেন্দ্র নির্বাচন করেছে NIA এয়ারপোর্ট এভিয়েশন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, খড়গপুর, সুরি, মালদা ইত্যাদি এলাকা গুলিতে পরীক্ষার কেন্দ্র থাকবে।
আবেদন পদ্ধতি
প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থী এখানে অনলাইন মাধ্যমে NIA এয়ারপোর্ট এভিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন। এর জন্য অবশ্যই চাকরিপ্রার্থীদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নামটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর যথাযথ তথ্যের সঙ্গে আবেদন পত্রটি পূরণ করে জমা করে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর।
- বৈধ ইমেইল আইডি।
- আধার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- বয়সের প্রমাণপত্র।
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
- আবেদনকারীর সই।
- ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি।
আবেদন মূল্য
প্রতিটি চাকরিপ্রার্থীকে আবেদন মূল্য হিসেবে ৪০০/- টাকা এবং তার সাথে ১৮% GST হিসাবে মোট ৪৭২/- টাকা প্রদান করতে হবে।