চাকরির খবর

Aadhar Office New Recruitment 2025: প্রচুর শূন্যপদে আধার অফিসে নিয়োগ! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে আবেদন।

সম্পূর্ণ ভারতবর্ষের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল UIDAI। সম্প্রতি গোটা ভারতবর্ষ জুড়ে স্থানীয় লোকেদের নিজেদের রাজ্যে চাকরির সুযোগ করে দেওয়ার জন্য এই UIDAI এর পক্ষ থেকে বিপুল পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে যেমন চাকরি প্রার্থীরা কোনরকম আবেদনমূল্য ছাড়াই আবেদন জানাতে পারবেন, তেমনই অত্যন্ত সহজ নিয়োগ পদ্ধতির মাধ্যমে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট পদে নিযুক্ত করা হবে।

একাধিক পদে আবেদন জানানোর এই সুযোগ কোন চাকরিপ্রার্থী হাতছাড়া করবেন না। আজকের প্রতিবেদনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই পদের বিবরণ, কর্মস্থলের নাম, আবেদনের যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্যাবলী বিস্তারিতভাবে জেনে নিন।

পদের নাম

  1. রিজিওনাল অফিসার,
  2. সেকশন অফিসার,
  3. ডেপুটি অফিসার,
  4. সিনিয়র অ্যাকাউন্ট অফিসার,
  5. অ্যাকাউন্ট অফিসার,
  6. সহকারি,
  7. স্টেনোগ্রাফার,
  8. ডেপুটি ডিরেক্টর,
  9. একাউন্টেন্ট এবং অন্যান্য।

আবেদনের যোগ্যতা

১) এক্ষেত্রে বিভিন্ন পদ অনুসারে চাকরিপ্রার্থীদের একাধিক যোগ্যতায় আবেদনের সুযোগ থাকছে।

২) শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরিপ্রার্থীরা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন চাকরির সুযোগ পাবেন। এর পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নাটক ডিগ্রী এবং স্নাতক উত্তর ডিগ্রি অর্জন করেছেন এমন চাকরি প্রার্থীরাও উচ্চপদস্থ বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন।

Read More: পরিবহণ দপ্তরে সহকারী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে।

৩) যে সমস্ত চাকরিপ্রার্থীদের কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এক্ষেত্রে তারা যেমন আবেদন জানাতে পারবেন, তেমনি কোনরকম অভিজ্ঞতা ছাড়া চাকরি প্রার্থীরাও এই পদে পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারবেন।

৪) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে আবশ্যিকভাবে ভারতবর্ষের যেকোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৫) চাকরি প্রার্থীরা এখানে বিভিন্ন পদ অনুসারে সর্বোচ্চ ৫৬ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

মোট শূন্যপদ

সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে একাধিক চাকরিপ্রার্থী থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। সর্বোপরি UIDAI এর পক্ষ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বিভিন্ন পদে নিযুক্ত করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা শূন্য পদের বিবরণ জেনে নেওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি গুলি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

কর্মস্থল

চাকরি প্রার্থীরা যে রাজ্যের বাসিন্দ, সেই রাজ্যেই অবস্থিত জেলাভিত্তিক UIDAI এর অফিসে কাজ করার সুযোগ পাবেন।

মাসিক বেতন

প্রকাশিত বিভিন্ন বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে এখানে সর্বনিম্ন ১৯,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৫,০০০/-টাকা পর্যন্ত ন্যূনতম বেতন পেতে পারেন চাকরিপ্রার্থীরা। এক্ষেত্রে নিয়োগের প্রথম মাস থেকেই বিভিন্ন পদ অনুসারে উচ্চমানের বেতন এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা।

নিয়োগ পদ্ধতি

প্রকাশিত বিভিন্ন বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, প্রথমে আবেদনকারীদের মধ্যে থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে এবং তারপরে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সকল যোগ্য চাকরিপ্রার্থীকে নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করবে UIDAI। এক্ষেত্রে বিভিন্ন চুক্তিভিত্তিক পদ ছাড়াও স্থায়ী পদে ও কর্মীদের গ্রুপ সি, গ্রুপ ডি এমনকি অন্যান্য উচ্চ পদের জন্য নিয়োগ করা হচ্ছে।

প্রয়োজনীয় নথিপত্র

  1. আবেদনকারীর আধার কার্ড।
  2. ঠিকানার প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র।
  4. পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)।
  5. জাতিগত সার্টিফিকেট (যদি থাকে)।
  6. বৈধ মোবাইল নম্বর।
  7. বৈধ ইমেইল আইডি।
  8. আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা এখানে অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই আবেদনের সুযোগ পাবেন। এর জন্য সবার আগে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য প্রকাশিত বিভিন্ন বিজ্ঞপ্তি গুলি ডাউনলোড করে দেখে নিতে হবে।

তারপরে আপনি যে পদের জন্য যোগ্য হবেন, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি জেনে নিয়ে অনলাইন মাধ্যমে অথবা অফলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements