রোজগারের পাশাপাশি সঠিক জায়গায় বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্যই। সঠিকভাবে বিনিয়োগ করতে না পারলে, নিজের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করা কোনভাবেই সম্ভব নয়। তাই রোজগারের পাশাপাশি বিনিয়োগের দিকেও দৃষ্টিপাত করা সমানভাবে প্রয়োজনীয়। এবারে দেশের মানুষের কথা চিন্তা করেই SBI FD Scheme নিয়ে এলো ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার সাহায্যে অল্প সময়ের মধ্যেই আপনার জমানো টাকা কোটির অংক ছাড়াতে পারে!
SBI এর তরফে ফিক্সড ডিপোজিটকে অল্প সময়ের মধ্যেই দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের মত বিভিন্ন বিনিয়োগ সংস্থায় মনোনিবেশ করেছে দেশের বিপুল পরিমাণ যুব সম্প্রদায়। এর ফলে অধিক পরিমাণে রিটার্ন পাওয়ার আশায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় প্রচুর মানুষকে। এই সমস্যার সমাধান করতেই এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিপুল পরিমাণের রিটার্ন দিচ্ছে তার ফিক্সড ডিপোজিট স্কিমে। বিস্তারিত জানতে শেষ। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
SBI FD Scheme 2025
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থায়ী ডিপোজিট স্কিম এর মাধ্যমে মাত্র ১০ বছরের মধ্যেই দ্বিগুণ পরিমাণ অর্থ উপার্জন করে নেওয়া যায়। এর পাশাপাশি এই স্কিমে বিনিয়োগের ফলে কোনরকম আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে হয় না বিনিয়োগকারীদের। মূলত দেশের প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করেই এই স্কিমের মাধ্যমে বার্ষিক 7.30% হারে সুদ দেওয়া হচ্ছে। স্টেট ব্যাংকের এই ডিপোজিট স্কিমে সুদের হার এবং সময়সীমার নিরিখে বিপুল পরিমাণে রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারীরা।

দশ বছরে দ্বিগুণ সঞ্চিত অর্থ
কোন প্রবীণ ব্যক্তি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ফিক্স ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করেন, তাহলে মাত্র ১০ বছরের মধ্যেই এই টাকা হয়ে যাবে দ্বিগুণ। যদি কেউ এককালীন ৫০ লক্ষ টাকা এই ফিক্স ডিপোজিটে জমা করেন, তাহলে তার উপর বার্ষিক 7.30% হারে সুদ পাবেন। যার সাহায্যে ১০ বছরে আসল বাদের শুধুমাত্র সুদের পরিমাণ হবে 53,07,344 টাকা (SBI FD Scheme)। সুদ আসল মিলিয়ে বিনিয়োগকারীর কাছে রিটার্ন হিসাবে আসবে 1,03,07,344 টাকা। এইভাবেই মাত্র ১০ বছরের দ্বিগুণের বেশি টাকা রোজগার করে নিতে পারবেন বিনিয়োগকারী। এর পাশাপাশি নিজের জমানো ৫০ লক্ষ টাকা ছাড়াবে কোটির ঘর।
অপরদিকে চল্লিশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে, সুদ হিসেবে মিলবে 42,85,875 টাকা। অর্থাৎ এক্ষেত্রেও সুদে আসলে মোট টাকার অংক দাঁড়াবে 82,85,875/-। তাহলে বুঝতেই পারছেন, SBI FD Scheme -এ প্রতিক্ষেত্রেই ১০ বছরের সময়সীমার মধ্যে বিনিয়োগের মূল অংক দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে।
বিনিয়োগের আগে গুরুত্বপূর্ণ তথ্য
তবে যেকোনো সংস্থা তে বিনিয়োগ এর আগে অবশ্যই ঝুমকির পরিমাণ এবং অন্যান্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়। এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আর্থিক ঝুঁকির কোন সম্ভাবনা না থাকলেও, সুদ সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী, টিডিএস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালোভাবে পড়ে নিয়ে তবেই বিনিয়োগ করবেন। প্রয়োজনে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সঠিক বিনিয়োগ কিনবেছে নিয়ে বিনিয়োগ করতে পারেন।