ফ্লিপকার্ট দিচ্ছে বিনামূল্যে ৫৪ দিনের, অনলাইন ডাটা এন্ট্রি প্রশিক্ষন! মাধ্যমিক পাসে, স্টাইপেন্ড ও সার্টিফিকেট পাবেন।

By: WB Tathya

On: July 27, 2025

Follow Us:

Flipkart SCOA Data Entry Operator Training Program

Job Details

ফ্লিপকার্ট দিচ্ছে বিনামূল্যে ৫৪ দিনের, অনলাইন ডাটা এন্ট্রি প্রশিক্ষন! মাধ্যমিক পাসে, স্টাইপেন্ড ও সার্টিফিকেট পাবেন।

Job Salary:

18,000/-

Job Post:

Flipkart Internship

Qualification:

10th Pass

Age Limit:

57 Years

Exam Date:

Last Apply Date:

August 31, 2025

WhatsApp Join Now
Telegram Join Now

ডাটা এন্ট্রি অপারেটর পদে ৫৪ দিনের বিনামূল্যে প্রশিক্ষন দেওয়া হচ্ছে Flipkart এর Supply Chain Operations Academy (SCOA Academy) এর পক্ষ থেকে। এই প্রশিক্ষন সম্পূর্ণ করার পর স্টাইপেন্ড ও সার্টিফিকেট পাবেন।

রাজ্যের যেকোন জেলা থেকে নারী/পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। নুন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এই প্রশিক্ষনের পর কর্মসংস্থানে সহায়তা করা হবে।

কি কি পদে প্রশিক্ষন দেওয়া হচ্ছে?

  1. Warehouse Training Program for Aspiring Professionals (General Youth)
  2. Specialized SCOA Training Program for PwD (Person with Disability) Candidate
  3. Supply Chain Career at the SCOA CoE Lab
  4. Data Entry Career with SCOA Data Entry Operator (DEO) Training Program

প্রশিক্ষনের সময়

এখানে প্রতিটি পদে ৫২ দিন বা ৫৪ দিনের প্রশিক্ষন দেওয়া হবে। প্রথম ৯ দিনের অনলাইন ট্রেনিং হবে এবং তার পরবর্তী ৪৫ দিন অফলাইনে হাতে-কলমে ট্রেনিং দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

১) শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সাথে ITI অথবা ডিপ্লোমা পাস যোগ্যতা লাগবে। কোনো টেকনিক্যাল যোগ্যতা ছাড়া শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করলেও আবেদন করা যাবে। এছাড়া, প্রার্থীকে স্মার্টফোন চালানো জানতে হবে।

২) বয়সসীমা- প্রার্থীর বয়স কমকরে 18 বছর থেকে সর্বচ্চ 57 বছরের মধ্যে হতে হবে।

৩) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাসিন্দার প্রমানপত্র হিসেবে- (ভাড়ার চুক্তিপত্র, ব্যাংক স্টেটমেন্ট, এলপিজি বিল, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, পানির বিল অথবা মোবাইল বিল) যেকোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে।

ইন্টার্নশিপের লোকেশন

North IndiaLucknow, Jhajjar, Ludhiana, Yakubpur, Gurgaon, Noida, Ballabgarh, Farukhnagar, Dharuhera
South IndiaBangalore, Patancheru, Malur, Vijayawada, Narsapura, Hosur, Alamathi, Dharwad, Yelamanchili, Coimbatore, Nelamangala
West IndiaMumbai, Ahmedabad, Nagpur, Renaissance, Saidhham, Pune, Indore
East IndiaHaringhata, Cuttack, Bilaspur, Patna, Guwahati, Uluberia

Flipkart SCOA Data Entry Operator (DEO) Training Program

এই Data Entry Operator (DEO) ট্রেনিং প্রোগ্রামে তোমাকে শেখানো হবে- কিভাবে ওয়্যারহাউস পরিচালনা করা হয়, ডেটা কিভাবে এন্ট্রি করতে হয়, দ্রুত ও নির্ভুল টাইপিং, ডেটা ম্যানেজমেন্টের উন্নত কৌশল, এবং লজিস্টিক্স ও সাপ্লাই চেইনের আধুনিক সফটওয়্যার টুল ব্যবহারের দক্ষতা। এছাড়াও, প্রচুর পরিমাণে ডেটা সামলানোর পাশাপাশি ডেটার গোপনীয়তা ও গুণমানের নিয়ম মেনে চলতে শিখবেন।

এই প্রোগ্রামে ক্লাসরুমে বসে পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা শেখানো হয়। প্রথমে আপনি ৫ দিনের অনলাইন প্রশিক্ষণ নেবেন, তারপর ৪৫ দিনের বেতনসহ অন-দ্য-জব ট্রেনিং (OJT) করবেন। এই OJT-এর সময় আপনি একটা আসল ওয়্যারহাউসে কাজ করে আপনার শেখা দক্ষতাগুলো ব্যবহার করবেন, বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, আর নিজের আত্মবিশ্বাস বাড়াবেন।

কোর্স শেষ করলে আপনি একটা সার্টিফিকেট পাবেন, যা আপনার চাকরির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে এবং সাপ্লাই চেইন ও লজিস্টিক্সের ক্ষেত্রে নতুন ক্যারিয়ারের দরজা খুলে দেবে।

আবেদন প্রক্রিয়া

এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে, Flipkart SCOA Academy-এর অফিশিয়াল পোর্টালে যেতে হবে। তারপর, Data Entry Operator (DEO) Training Program অপশনটি বেছে নিতে হবে। এরপরে, নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements