মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি ঘরে পাইপ লাইনে গ্যাস দেবে! কবে ও কিভাবে পাবেন জানুন।

By: WB Tathya

On: April 11, 2025

Follow Us:

পাইপ লাইনে গ্যাস

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

পশ্চিমবঙ্গ বাসীরা এবার সমগ্র দেশের তুলনায় অত্যন্ত সস্তায় পেতে চলেছেন রান্নার এলপিজি গ্যাসের সংযোগ! কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG GAS Cylinder) সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার দুর্দান্ত প্রকল্প উজ্জ্বলা যোজনা (Ujjala Yojana) প্রচলিত রয়েছে। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বেঙ্গল গ্যাস কোম্পানি (Bengal Gas Company) বা BGC-র পক্ষ থেকে ঘরে ঘরে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই উদ্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। কল্যাণী এবং চন্দননগর সহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০ হাজার পরিবারের কাছে পাইপ লাইনের মাধ্যমে অসীমিত রান্নার গ্যাস সংযোগ সরবরাহের প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকারের সংস্থা বিজিসি।

পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ

পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি ঘরে ঘরে রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা এবং তার আশেপাশের এলাকায় পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা, ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া -ইত্যাদি জেলার বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাসের সংযোগ সরবরাহ করার জন্য পাইপ লাইন তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

কেন এমন উদ্যোগ?

রান্নার গ্যাসের ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্যসভার সমগ্র দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির প্রায় নাজেহাল হওয়ার উপায়। কারণ মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে ৮০০ টাকার উপরে একটি গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে উপভোক্তাদের।

পাশাপাশি একটি গ্যাস সিলিন্ডার শেষ হওয়ার পর, আরো বেশ কয়েকদিন সময় লাগে নতুন সিলিন্ডার আসার জন্য। তাই এই সমস্যা সমস্যার সমাধানের উদ্দেশ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে পাইপ লাইনের মাধ্যমে LPG গ্যাস সরবরাহের পরিকল্পনা করা হচ্ছে।

পাইপ লাইনের মাধ্যমে LPG গ্যাস সরবরাহের সুবিধা

১) পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যবিত্ত পরিবার গুলির দিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকারের পক্ষ থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে দাম অনেকটা সস্তা হবে বলে মনে করা হচ্ছে।

২) গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর এতদিন পর্যন্ত যেভাবে অপেক্ষা করতে হতো, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে সেই অপেক্ষা করতে হবে না উপভোক্তাদের। কারণ এই পদ্ধতিতে গ্যাসের সরবরাহ কোন সময়ই বিচ্ছিন্ন হবে না।

৩) গ্যাসের দাম বারা কমার উপর নির্ভর করবে না পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পদ্ধতি।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements