কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। দুর্দান্ত এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের সাধারণ জনগণ তাদের নিজস্ব নামে থাকা জমির উপরে একটি পাকা বাড়ি গড়ে তুলতে সক্ষম হন। এখানে গ্রাম এবং শহরের সকল মানুষই উপকৃত হয়ে থাকেন।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কয়েক কোটি ভারতবাসী নিজেদের বাসগৃহ নির্মাণ করতে সক্ষম হয়েছেন। তবে এতদিন পর্যন্ত এই প্রকল্পে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের যথেষ্ট সময় সাপেক্ষ একটি পদ্ধতির মধ্য দিয়ে আবেদন জানাতে হতো।
পাশাপাশি বিভিন্ন জায়গায় সরকারি দুর্নীতি এবং একাধিক দপ্তরে দপ্তরে ঘুরে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করার একটি সমস্যা দেখা দিয়েছিল এই প্রকল্প ঘিরে। তাই যোগ্য উপভোক্তাদের কাছে প্রকল্পের দুর্দান্ত সূচক সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এবার ডিজিটালিকরণ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার।
PM Awas Yojana Digital মাধ্যমে আবেদন
ডিজিটাল দুনিয়া এখন ঘরে ঘরে, তাই সরকারি বিভিন্ন প্রকল্প এবং পরিষেবাকে ডিজিটাল মাধ্যমে প্রচার করার একটি উদ্যোগ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই AwaasPlus -নামক একটি দুর্দান্ত অ্যাপ লঞ্চ করা হয়েছে।
AwaasPlus -এর সুযোগ সুবিধা
এই অ্যাপের মাধ্যমে যোগ্য উপভোক্তারা অত্যন্ত সহজে নিজেদের মাথার উপরের ছাদটি পাকা করে নেওয়ার বন্দোবস্ত করতে পারবেন। শুধু যে সহজ পদ্ধতিতে তাই নয়, বরং নিজের ঘরে বসে নিজের সময় মত এই প্রকল্পে আবেদন করতে পারবেন উপভোক্তারা। তাই কেন্দ্রীয় সরকারের গৃহ নির্মাণ নামক প্রকল্পটিকে অপর এক বিষয় নিয়ে যাতে চলেছে AwaasPlus।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর আধার কার্ড।
- বার্ষিক আয়ের প্রমাণপত্র।
- ঠিকানার প্রমাণপত্র।
- জন্ম সার্টিফিকেট।
- জমির দলিল ইত্যাদি।
অনলাইন মাধ্যমে আবেদন পদ্ধতি
এখন প্রায় গ্রাম থেকে শহরে প্রতিটি ঘরে ঘরেই পৌঁছে গিয়েছে স্মার্টফোন এবং ইন্টারনেট। তাই অনলাইন মাধ্যমে AwaasPlus অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন জানানোর পদ্ধতিটি এমন কিছু কঠিন হবে না।
১) ইচ্ছুক উপভোক্তারা Google Play Store -এ প্রবেশ করে প্রথমে অ্যাপের নামটি দিয়ে একটি খুঁজে নিন এবং তারপর ইন্সটল করে নিন।
২) আপনার মোবাইল ফোনে ইন্সটল হওয়া অ্যাপটি খুলে নতুন ব্যবহারকারী হিসাবে নিজের নামটি রেজিস্টার করিয়ে নিন।
৩) একটি সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করুন এবং অ্যাপটিতে লগইন করে নিন।
নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতিটি অবলম্বন করার পর নতুন একাউন্টটি খুলে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি অনলাইন মাধ্যমে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে জমা করে দিন।