ফর্ম ফিলাপ শুরু হল JENPUS UG পরীক্ষার! রেজিস্ট্রেশন কিভাবে করবে?

By: Goutam Mondal

On: May 27, 2025

Follow Us:

JENPUS UG Form Fillup Date 2025

JENPUS UG হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (WBJEEB)-এর একটি প্রবেশিকা পরীক্ষা। যার পুরো কথা হল- জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

BSC নার্সিং, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি (BPT), ব্যাচেলর অফ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (BMLT), এবং অন্যান্য প্যারামেডিক্যাল ও স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কিত কোর্সে ভর্তি হবার জন্য তোমাকে এই JENPUS UG প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় র‍্যাঙ্ক ভালো করলে, তুমি তোমার মন পছন্দ কোর্সে, মন পছন্দ কলেজে ভর্তি হতে পারবে।

JENPUS UG তে পাস করলে কোন কোন কোর্সে ভর্তি হতে পারব?

  • B.Sc. Nursing (Bachelor of Nursing)
  • B.P.T. (Bachelor of Physiotherapy)
  • B.M.L.T (Bachelor of Medical Laboratory Technology)
  • B.Sc. CCT (B.Sc. in Critical Care Technology)
  • B.Sc. OTT (B.Sc. in Operation Theatre Technology)
  • B.Sc. PT (B.Sc. in Perfusion Technology)
  • B.Sc. PA (B.Sc. in Physician Assistant)
  • B.Sc. MMB (B. Sc. In Medical Microbiology)
  • B.V.S.O (Bachelor of Vision Sciences and Optometry)
  • B.H.A. (Bachelor in Hospital Administration)
  • B.O.T (Bachelor of Occupational Therapy)
  • B. Sc R.I.T (Bachelor of Radiology and Imaging Technique)
  • B. Sc C.S.I.C (Bachelor of Central Sterilization and Infection Control)
  • B. Sc R.T (bachelor of Respiratory Therapy)

কারা কোন কোর্সে ভর্তির জন্য যোগ্য?

সরকারি কলেজে BSC নার্সিংশুধুমাত্র মহিলা প্রার্থীরা ভর্তির জন্য যোগ্য।
বেসরকারি কলেজে BSC নার্সিংমহিলা প্রার্থীরা যোগ্য, তবে কিছু বেসরকারি কলেজ আছে, যেগুলো শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য।
অন্যান্য কোর্সBSC নার্সিং ছাড়া সব কোর্সে সরকারি এবং বেসরকারি কলেজ্‌ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই ভর্তির জন্য যোগ্য।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ইতিমধ্যে ১২ ক্লাস (১০+২) সিস্টেমে উত্তীর্ণ হতে হবে। অথবা, ২০২৫ সালে ১২ ক্লাসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বাসিন্দা: আবেদনকারীকে ভারতের নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা

এই পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৭ (সতেরো) বছর হতে হবে।

কোর্স অনুযায়ী সর্বচ্চ বয়সসীমা

নার্সিং, BPT, BOTকোন লিমিট নেই, যেকোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে।
B.V.S.Oসর্বচ্চ ৩৫ বছর
BMLT, CCT, OTT, PT, PA, MMB, BHA, R.I.T, C.S.I.C, R.T.সর্বচ্চ ৪০ বছর

আবেদনের তারিখ

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার তারিখ
WBJEE-202527-04-2025 (Sunday)
JENPAS(UG)-202525-05-2025 (Sunday)
JELET-202515-06-2025 (Sunday)
PUBDET-202521-06-2025 & 22-06-2025 (Saturday & Sunday)
ANM & GNM -202529-06-2025 (Sunday)
JEPBN-202512-07-2025 (Saturday)
JEMScN-202513-07-2025 (Sunday)
JEMAS(PG)-202519-07-2025 (Saturday)
JECA-202520-07-2025 (Sunday)
PUMDET-202527-07-2025 (Sunday)
JENPUS UG Form Fillup Date 2025

Note: উপরের সমস্ত যোগ্যতার তথ্য বিগত বছরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তুলে ধরা হয়েছে। এই বছর ২০২৫ সালে অফিশিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবার কথা রয়েছে।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now