Airport Recruitment 2025: কলকাতা সহ বিভিন্ন এয়ারপোর্টে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আবারও একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিপ্রার্থীরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে আবেদন জানানোর সুযোগ পাবেন। এর পাশাপাশি পুরুষ মহিলা নির্বিশেষে এখানে আবেদন জানাতে পারবেন। Airport Authority of India-র পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র পূর্ববর্তী রাজ্যগুলির বিমানবন্দরের জন্য প্রকাশিত হয়েছে।
চাকরিপ্রার্থীরা এখানে কোন কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন? পশ্চিমবঙ্গ সহ অন্যান্য কোন কোন বিমানবন্দরে এই নিয়োগটি হতে চলেছে? সর্বোচ্চ কত বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন? প্রতিমাসে বেতন কত পাবেন? কোন পদে নিয়োগ করা হচ্ছে? কিভাবে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করবেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
পদের নাম ও ভ্যাকান্সি
১) এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) পদে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে।
২) এখানে সবমিলিয়ে মোট ৮৯টি শূন্যপদ রয়েছে।
আবেদনের যোগ্যতা ও বয়স সীমা
১) উল্লেখিত পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে আবশ্যকভাবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) যে সমস্ত চাকরিপ্রার্থীরা স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করেছেন এবং তার সাথে তিন বছরের পলিটেকনিক বা ডিপ্লোমা ডিগ্রী রয়েছে, তারা এই পদে আবেদন জানাতে পারবেন।
৩) মাধ্যমিক যোগ্যতার সাথে ৩ বছরের পলিটেকনিক যোগ্যতা না থাকলে চাকরিপ্রার্থীরা যে কোন বিষয়ে স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে কোনরকম অতিরিক্ত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
Read More: প্রচুর শূন্যপদে আধার অফিসে নিয়োগ! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে আবেদন।
৪) আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে মোটর গাড়ি চালাতে জানতে হবে এবং ভারী কিংবা হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরি প্রার্থীর কাছে।
৫) এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সকল চাকরির প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।
৬) প্রতিটি চাকরিপ্রার্থীকে শারীরিক দিক থেকে সক্ষম এবং নির্দিষ্ট উচ্চতা এবং ওজনের হতে হবে। এই বিষয়ে তথ্য ভালোভাবে বুঝে নিতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
৭) সাধারণ চাকরি প্রার্থীরা ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন
উল্লেখিত পদে নিযুক্ত ব্যক্তিরা নিয়োগের প্রথম মাস থেকে ন্যূনতম ৩১ হাজার টাকা থেকে ৯২ হাজার টাকার মধ্যে বেতন পাবেন।
নিয়োগকারী বিমানবন্দর
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, কলকাতা, পোর্ট ব্লেয়ার, পাটনা, ভুবনেশ্বর, রায়পুর, গ্যাংটক অথবা রাঁচি বিমানবন্দরে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
উল্লেখিত পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। চাকরিপ্রার্থীদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই নিয়োগের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
তাই চাকরিপ্রার্থীরা ০৫/০৪/২০২৫ তারিখ থেকে পুনরায় আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করতে হবে।
আবেদন ফি
আবেদনমূল্য হিসাবে ১০০০/- টাকা প্রদান করতে হবে। এক্ষেত্রে মহিলা/তপশিলি জাতি/উপজাতি/আদিবাসী চাকরিপ্রার্থীদের কোনোরকম আবেদনমূল্য দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি
প্রাথমিকভাবে আবেদনকারীদের মধ্য থেকে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শারীরিক মাপ দন্ডের যোগ্যতা ও প্রতিটি চাকরিপ্রার্থীকে পূরণ করতে হবে।
শারীরিক মাপদণ্ড
পুরুষরা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭ সেন্টিমিটারের বেশি এবং ওজন ৫৫ কেজির ওপর হতে হবে। অপরদিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটারের বেশি এবং ওজন ৪৫ কেজির বেশি হতে হবে। পুরুষ চাকরি প্রার্থীদের ছাতির মাপ না ফুলিয়ে ৮১ সেন্টিমিটার হতে হবে।
আবেদনের সময়সীমা
উল্লেখিত পদের জন্য আবেদনটি ০৫/০৪/২০২৫ থেকে ১১/০৪/২০২৫ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে।