পরিবহণ দপ্তরে সহকারী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে।

কেন্দ্র সরকারের পরিবহন দপ্তরে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি যথেষ্ট ভালো মানের বেতনের পাশাপাশি বিভিন্ন পদে আবেদনের সুযোগ থাকবে চাকরিপ্রার্থীদের কাছে।
কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণে প্রতিযোগিতা রয়েছে। তবে এই সমস্ত প্রতিযোগিতার মধ্যে নিজেকে সফলভাবে গড়ে তোলার প্রচেষ্টা প্রচুরযোগ্য চাকরিপ্রার্থীর মধ্যেই রয়েছে। তাই সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনের মাধ্যমে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সড়ক এবং পরিবহন দপ্তর থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২২শে মার্চ ২০২৫ |
আবেদনের শেষ তারিখ | ২১শে এপ্রিল ২০২৫ |
পদের নাম: জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার।
মোট শূন্যপদ: ২০৯ টি।
পদ অনুসারে আবেদনের যোগ্যতা
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট– যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এই পদে অনায়াসে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরিপ্রার্থীদের কম্পিউটার টাইপিং এর বিষয়ে যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
জুনিয়র স্টেনোগ্রাফার– এই পদে আবেদন জানানোর জন্য স্টেনোগ্রাফি দক্ষতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসাবে যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে। এই পদে চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
পদ অনুসারে মাসিক বেতনের পরিমাণ
আবেদনকারীদের মধ্য থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তারা প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতন স্তর ২ অনুসারে বেতন পাবেন। এক্ষেত্রে নিযুক্ত কর্মীর প্রতি মাসে বেতনের পরিমাণ হবে ন্যূনতম ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকার মধ্যে।
Read More: ফ্রি ইন্টার্নশিপ করাচ্ছে নেসলে কোম্পানি! প্রতিমাসে স্টাইপেন্ড ও সার্টিফিকেট পাবে।
অপরদিকে যে সমস্ত কর্মী জুনিয়র স্টেনোগ্রাফার পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তাদেরকে প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতন স্তর ৪ অনুসারে বেতন প্রদান করা হবে। এক্ষেত্রে নিযুক্ত কর্মীর প্রতিমাসের বেতনের পরিমাণ হবে ন্যূনতম ২৫,৫০০/- টাকা থেকে সর্বোচ্চ ৮১,১০০/- টাকার মধ্যে।
নিয়োগ পদ্ধতি
উভয় পদের জন্যই চাকরিপ্রার্থীকে একটি লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস
যে সমস্ত চাকরিপ্রার্থীরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন জানাবেন তাদের মেন্টাল এবিলিটি বিষয়ের উপর ১০০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় কোনরকম ঋণাত্মক নম্বর ধার্য হবে না। এরপর প্রতিটি চাকরিপ্রার্থীকে পুনরায় ১০০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি বিষয়ের উপর একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে ঋণাত্মক নম্বর ধার্য করা হবে।
অপরদিকে জুনিয়ার স্টেনোগ্রাফার পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাবেন তাদের সম্পূর্ণ ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। যেখানে প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে ঋণাত্মক নম্বর ধার্য করা হবে।
আবেদন পদ্ধতি
উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে অনলাইন মাধ্যমে আবেদনের জন্য প্রদত্ত লিংকটিতে ক্লিক করে আবেদন জানাতে হবে। এর জন্য অবশ্যই প্রথমে চাকরিপ্রার্থীদের নিজেদের নামে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে।
তারপরে যথাযথ তথ্যের সঙ্গে আবেদন পত্র পূরণ করে সঠিক পদ্ধতি মেনে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দেবেন। এরপর সম্পূর্ণ আবেদন পত্রটি ভালোভাবে নিরীক্ষণ করে জমা করে দিতে হবে। আবেদনপত্র জমা করার পর অবশ্যই আবেদন মূল্য প্রদান করতে হবে।
আবেদন মূল্য
UR/OBC/EWS | ৫০০/- টাকা |
SC/ST/মহিলা | কোনো ফি নেই |