জানুয়ারি মাসে একগাদা রেশন সামগ্রী পাবেন! কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন?
নতুন বছরের শুরুতেই অতিরিক্ত রেশনের ব্যবস্থা করল সরকার। এখানে রাজ্যের দরিদ্র থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার গুলি প্রতিমাসের কিছুটা পরিমাণ অন্য সংস্থান পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে। যেহেতু ২০২৪ পেরিয়ে ২০২৫ সাল শুরু হয়েছে তাই বছরের প্রথম মাসেই রেশনের পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার।
পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দারা কোন কোন কার্ডে কত পরিমান রেশন এবং অন্যান্য সামগ্রী পাবেন, তা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের রেশন সরবরাহের ক্ষেত্রে কোন কোন সামগ্রী বিতরণ করা হবে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
কোন কোন কার্ডে কত রেশন পাবেন?
বরাবরই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের পাশে থেকেছে রাজ্য সরকার। তাই এবারও রাজ্যবাসীর বিভিন্ন কঠিন সময়ের মোকাবিলা করার জন্য চাল, আটা এবং চিনির মতো প্রয়োজনীয় জিনিসপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে রেশন এর তালিকায়। এর পাশাপাশি অন্যান্য দৈনিক প্রয়োজনীয় সামগ্রীয় অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
Read More: ফার্মার ID কার্ড বানিয়ে ফেলুন আজই! সব কৃষকেরা ২০০০/- টাকা পাবে।
১) RKSY 1 এবং RKSY 2 কার্ড
এখানে RKSY 1 কার ড্রেসে এমন ব্যক্তিরা প্রতি মাসে ৫ কেজি চাল পাবেন এবং RKSY 2 কার্ডধারী ব্যক্তিরা প্রতিমাসে ২ কেজি চাল পাবেন সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে এই চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
২) অন্নদয় অন্য যোজনা (AAY) কার্ড
আর্থিকভাবে একেবারে পিছিয়ে পড়া রাজ্যবাসীর প্রতি মাসের খাদ্য সামগ্রী যাতে মজুদ থাকে সেই দিকে খেয়াল রেখেছে রাজ্য সরকার। এর কারণে এই কার্ড ধারী পরিবারগুলিকে মোট ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা এবং ১ কেজি চিনি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩) SPHH এবং PHH কার্ড
মূলত রাজ্যের বিশেষ প্রয়োজন রয়েছে এমন পরিবার গুলির কাছে এই রেশন কার্ড দিয়ে রেখেছে সরকার। এই পরিবার গুলিকে মাথাপিছু ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা সরবরাহ করবে সরকার।
৪) বিশেষ এলাকায় অবস্থিত পরিবার
রাজ্যের বিশেষ এলাকা গুলিতে যেমন পাহাড়ি অঞ্চল বা জঙ্গলের বাসিন্দাদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। জঙ্গল কিংবা পাহাড়ি অঞ্চলের চা বাগানের শ্রমিকরা এই বিশেষ সামগ্রীর অধিকারী হবেন বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং এলাকার শ্রমিকদের খাদ্য সুরক্ষা প্রদানের জন্যই এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের।