ফার্মার ID কার্ড বানিয়ে ফেলুন আজই! সব কৃষকেরা ২০০০/- টাকা পাবে।

By: Goutam Mondal

On: March 8, 2025

Follow Us:

Farmer ID Card

সরকারের বিভিন্ন প্রকল্প ঘিরে বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন দুর্নীতির খবর উঠে আসছে খবরের কাগজের পাতায়। এই বিষয়ে পিছিয়ে নেই কৃষক প্রকল্প গুলিও। এর জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন দুর্নীতির আটকাতে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এবারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অন্তর্গত কৃষকদের জন্য এক নতুন কার্ড তৈরি করার সিদ্ধান্তটি লোক কেন্দ্রীয় সরকার। কৃষি প্রকল্পের বিভিন্ন রকমের দুর্নীতি আটকাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুরু করা হচ্ছে ফার্মার আইডি কার্ডের (Farmer ID Card)।

এই কার্ডের মাধ্যমে কৃষকদের যাবতীয় তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে গচ্ছিত থাকবে। প্রতিটি উপভোক্তা কৃষকের কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কার্ড তৈরি না হলে তাদের নাম বাতিল হতে পারে।

কেন Farmer ID Card করাবেন?

১) কিষান সম্মান নিধি প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য এবার বাধ্যতামূলক করা হলো ফার্মার আইডি কার্ড।

২) এই প্রকল্প ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষি প্রকল্পের সুযোগ সুবিধা সহজেই পাবেন এই কার্ডের গ্রাহকেরা।

৩) কৃষকদের পাওনা বিভিন্ন প্রকল্পের দুর্নীতিও কমবে বলে আশা করা হচ্ছে।

৪) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের যে পরিমাণে ক্ষতি হয়, তা পূরণের ক্ষেত্রেও অত্যন্ত লাভদায়ক হবে ফার্মার আইডি কার্ড।

৫) বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্প সহজলভ্য করা সম্ভব হবে।

Farmer ID Card তৈরি করার পদ্ধতি

দেশের যে কোন রাজ্যের বাসিন্দা কৃষকদের Agristack এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই আবেদনটি জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রতিটি কৃষককে নিজের বৈধ মোবাইল নম্বর দিয়ে লগইন করে নিতে হবে এবং নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে তার মধ্যে প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র যেমন- আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল ইত্যাদি আপলোড করে আবেদন পত্রটি জমা করে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পরিবর্তনের শেষ দিন ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছিল।

তবে সম্প্রতি এই সময় সেবা বৃদ্ধি করে কৃষকদের সুবিধার্থে ২০২৫ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত এই আগে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। তাই ইচ্ছুক কৃষকেরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য ফার্মার আইডি কার্ডে আবেদন সেরে ফেলুন।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment