চাকরির খবর

কলেজে নন টিচিং স্টাফ নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে।

ন্যাশনাল ইনিস্টিউট অফ টেকনলজি সংস্থার পক্ষ থেকে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের সমস্ত জেলা থেকে নারী-পুরুষ সকলেই এখানে আবেদন করতে পারবেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

কি কি পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কি লাগবে? শুন্যপদ? মাসিক মাইনে? নিয়োগ প্রক্রিয়া ও আবেদন প্রক্রিয়া কি রয়েছে? এই সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে।

Important Dates

DATE OF PUBLICATION29.11.2024
OPENING OF ONLINE APPLICATION PORTAL30.11.2024 @ 03.00 pm onwards
CLOSING OF ONLINE APPLICATION PORTAL07.01.2025 @ 23.59 hrs

Post Name & Vacancy

Post NameVacancy
Principal Scientific/ Technical Officer03
Principal Students Activity and Sports (SAS) Officer01
Deputy Registrar01
Executive Engineer (Civil)01
Assistant Registrar01
Assistant Engineer03
Superintendent05
Junior Engineer03
Library & Information Assistant01
Students Activity and Sports (SAS) Assistant01
Senior Assistant08
Junior Assistant05
Office Attendant10
Lab Attendant13
Total Vacancy56

Lab Attendant

  • Salary: প্রতিমাসে ১৮,০০০/- টাকা মাইনে দেওয়া হবে।
  • শুন্যপদের বিবরন: 05 – UR, 04 – OBC, 02 – SC, 01 – ST, 01 – EWS
  • Age Limit: প্রার্থীর বয়স সর্বচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
  • Qualification: সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

Office Attendant

  • Salary: প্রতিমাসে ১৮,০০০/- টাকা মাইনে দেওয়া হবে।
  • শুন্যপদের বিবরন: 06 – UR, 02 – OBC, 01 – SC, 01 – EWS
  • Age Limit: প্রার্থীর বয়স সর্বচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
  • Qualification: যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।

Junior Assistant

  • Salary: প্রতিমাসে ২১,৭০০/- টাকা মাইনে দেওয়া হবে।
  • শুন্যপদের বিবরন: 02 – UR, 02 – OBC, 01 – EWS
  • Age Limit: প্রার্থীর বয়স সর্বচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
  • Qualification: উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সাথে কম্পিউটারে টাইপিং স্পীড লাগবে ৩৫টি শব্দ প্রতিমিনিটে। পাশাপাশি, Word Processing ও Spread Sheet জানতে হবে।

Senior Assistant

  • Salary: প্রতিমাসে ২৫,৫০০/- টাকা মাইনে দেওয়া হবে।
  • শুন্যপদের বিবরন: 05 – UR, 02 – OBC, 01 – SC
  • Age Limit: প্রার্থীর বয়স সর্বচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে।
  • Qualification: উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সাথে কম্পিউটারে টাইপিং স্পীড লাগবে ৩৫টি শব্দ প্রতিমিনিটে। পাশাপাশি, Word Processing ও Spread Sheet জানতে হবে। স্নাতক পাশ ও স্টেনোগ্রাফির নলেজ থাকলে অগ্রাধিকার পাবেন।

How To Apply?

  • প্রথমে, নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল পোর্টালে যেতে হবে।
  • এরপরে, আবেদনকারী প্রার্থীর নাম নথিভুক্ত করতে হবে।
  • তারপরে, সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
  • এরপরে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে, আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।

Application Fees

CategoryFees
UR/OBC/ EWS (Only for Men)Rs. 1000/- for
Group ‘A’ posts (posts at S. No. 1 to 5) and Rs. 500/- for the remaining posts
SC/ST/PwD/Women candidatesNo fee
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements