মাধ্যমিক পাশে, জিও কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম কাজের সুযোগ!

By: WB Tathya

On: March 8, 2025

Follow Us:

Jio Work From Home Recruitment 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

ভারতের চাকরিপ্রার্থীদের জন্য নতুন খবর! সারা দেশ জুড়ে মুকেশ আম্বানির কোম্পানি জিওর পক্ষ থেকে WORK FROM HOME কাদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের চাকরিপ্রার্থীদের।

Whatsapp Channel Join
Telegram Channel Join

বিপুল শূন্য পদে এই নিয়োগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই আপনি যদি এই চাকরি সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন এখনই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন। মুকেশ আম্বানির অন্যতম জনপ্রিয় কোম্পানি হল Jio

এই কোম্পানি বর্তমান টেলিকম দুনিয়াই সবথেকে জনপ্রিয় এবং লিডিং কোম্পানি। আপনি যদি এই কোম্পানির হয়ে বাড়িতে থেকেই কাজ করতে চান Reliance Jio আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে। এক্ষেত্রে, English, Hindi সব কোনরকম নির্দিষ্ট ভাষায় দক্ষতা থাকার প্রয়োজন নেই। নিজের মাতৃভাষাতে সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটির সাথে কাজ করতে পারবেন আপনি।

Post Name

রিলায়েন্স জিওর পক্ষ থেকে বর্তমানে যে কর্মী নিয়োগ চলছে সেটি Customer Service Associate পদের জন্য। অর্থাৎ, Reliance Jio কোম্পানির বিভিন্ন গ্রাহকদের ফোন করে প্রয়োজনীয় তথ্য প্রদান করাই হবে আপনার কাজ।

এক্ষেত্রে আমরা অনেক সময়ই দেখে থাকি আমাদের Mobile Recharge শেষ হয়ে গেলে Telecom কোম্পানির পক্ষ থেকে একটি ফোন করে সেটি জানিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আপনার কাজ হবে ঠিক এমনটাই। রিলায়েন্স জিও কোম্পানির পক্ষ থেকে আপনাকে ফোন করতে হবে জিওর গ্রাহকদের।

All India Vacancy

এক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন শূন্য পদ রয়েছে। বর্তমানে কলকাতা এবং হাওড়া মিলিয়ে মোট ৭,৮২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এছাড়াও দেশের অন্যান্য জায়গার শূন্য পদ সম্পর্কে জানার জন্য Jio Career মোবাইল অ্যাপটি ইন্সটল করে দেখে নিতে পারেন।

How To Apply

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে এই আবেদন। আবেদনের সমাপ্ত ধাপ গুলি নিচে আলোচনা করা হলো :

১) প্রথমেই গুগল প্লে স্টোর থেকে Jio Career অ্যাপটি আপনার Android অথবা iPhone ইন্সটল করে নিন।

Jio Work From Home Recruitment 2025
Jio Work From Home Recruitment 2025

২) এরপর সরাসরি নিজের নাম ইমেইল আইডি এবং বৈধ মোবাইল নম্বর দিয়ে লগইন করে নিন।

৩) অ্যাপ্লিকেশনটিতে Login করার পর নিজের প্রোফাইলে গিয়ে সঠিক ঠিকানা, কাজের অভিজ্ঞতা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যাবতীয় ডিটেলস পূরণ করে ফেলুন।

৪) তার পাশাপাশি আপনি কোন ফিল্ডে কাজ করতে আগ্রহী সেটিও সিলেক্ট করে নিন।

৫) এরপর বর্তমানে চলা সমস্ত বিজ্ঞপ্তি গুলি আপনার সামনে দেখতে পাবেন।

৬) এরপর আপনার পছন্দের যেকোনো জায়গায় আপনি আবেদন করে ফেলতে পারবেন।

Selection Process

প্রথমেই একটি Assessment Test এবং তারপর Video Call Interview এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নেওয়া হবে। সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম যোগ্যতায় স্থানীয় ভাষা জানলেই আবেদন করা সম্ভব। তাই বর্তমানে যে সমস্ত চাকরিপ্রার্থীদের একটি চাকরির প্রয়োজন রয়েছে তারা এই পদে যত শীঘ্র সম্ভব আবেদন করে নিতে পারেন।

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment