ব্যাঙ্ক থেকে টাকা কাটার SMS আসছে? কেন টাকা কাটা হচ্ছে? কিভাবে বন্ধ করব?

By: WB Tathya

On: May 28, 2025

Follow Us:

ব্যাঙ্ক থেকে টাকা কাটার SMS আসছে?

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

বর্তমানে অনেকের ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে! যাদের কাটছে না তাদেরও কিন্তু কিছুদিনের মধ্যেই টাকা কাটবে সেরকমটা কিন্তু ব্যাঙ্কের তরফ থেকে SMS করে জানানো হচ্ছে। কেন আপনাদের টাকা কাটা হবে? কি কারণে টাকা কাটা হবে? যাদের টাকা কাটেনি তাদের কেন টাকা কাটবে?

Whatsapp Channel Join
Telegram Channel Join

টাকা কাটা বন্ধ করার জন্য কি করতে হবে? এছাড়াও আপনার একাউন্ট থেকে যে টাকাটা কাটবে, তার বদলে আপনি কি সুযোগ-সুবিধা পাবেন? সমস্ত কিছু আজকের এই আর্টিকেলে আলোচনা করব। এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই আপনারা এই বিষয়টা জানতে চেয়েছেন।

ব্যাঙ্ক থেকে কি রকম SMS আসছে?

ব্যাঙ্ক থেকে ফোনে টাকা কাটার একটি SMS আসছে। SMS টি এরকম-

এরকম SMS আসছে বা অনেকের অন্যভাবে SMS টা আসতে পারে। তবে মানেটা একই। আমি একটা SMS আপনাদেরকে বোঝাচ্ছি কি বলা হচ্ছে।

বীমা পলিসি কী?

এই SMS-এ বলা হচ্ছে (PMJJBY) প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা – এটা হচ্ছে একটা বীমা পলিসি বা ইনস্যুরেন্স । এর জন্য 436 টাকা আপনাদের ব্যাংক একাউন্ট থেকে কাটা হবে। অথবা-

(PMSBY)-এর মানে হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এটাও একটা বীমা বা ইন্স্যুরেন্স। এর জন্য 20 টাকা কাটা হবে।

আপনারা যখন ব্যাংক একাউন্ট খুলেছিলেন বা ব্যাঙ্কের কোন কাজ করতে যান, অনেক সময় দেখবেন ব্যাঙ্কের আধিকারিকরা আপনাদেরকে ইন্স্যুরেন্স করিয়ে থাকে। ইনস্যুরেন্স করা এমনিতে ভালো। প্রতিটা মানুষের ইনস্যুরেন্স করে রাখা ভালো। কারন বিপদের সময় এই ইনস্যুরেন্স আপনার কাজ লাগে।

টাকা কাটা কেন হয়?

সরকার বা ইনস্যুরেন্স কোম্পানি আপনাদেরকে ফ্রিতে ইন্স্যুরেন্সগুলো প্রোভাইড করে না। বীমা কোম্পানি আপনাদের কাছ থেকে মাসিক বা বার্ষিক প্রিমিয়াম নেয়। এখানে PMJJBY এর জন্য 436 টাকা বছরে চার্জ করে। আর PMSBY এর জন্য বছরে 20 টাকা চার্জ করে।

আর এই যে প্রিমিয়াম গুলো এটা মূলত বেশিরভাগ সময়, মে মাসের দিকেই আপনার ব্যাঙ্ক একাউন্ট থেকে কেটে নেয়। কিন্তু, যদি আপনাদের বীমা করা থাকে তবেই একমাত্র এই টাকাগুলি কাটবে। যদি আপনাদের বীমা না করা থাকে তাহলে কিন্তু কাটবে না।

বীমা আছে কিনা বুঝবেন কিভাবে?

এবার আপনাদের বীমা রয়েছে কি না, সেটা কিভাবে বুঝবেন? সেটা জানার জন্য আপনাদের ব্যাঙ্কের ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চের স্টাফ কে পাশবই অথবা একাউন্ট নম্বর বললে তারা চেক করে জানিয়ে দেবে। অথবা, অনলাইনেও চেক করা যায়। প্রতিটি ব্যাঙ্কের ক্ষেত্রে অনলাইনে বীমা চেক করার নিয়ম আলাদা আলাদা।

PMSBY বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা

যোগ্যতা– ১৮ থেকে ৭০ বছর বয়সী, যার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা এই বীমা নিতে পারে। যারা অটো-ডেবিটের জন্য সম্মতি দেন।

Accidental Death– যদি কোনো দুর্ঘটনায় বীমাকৃত (যার নামে বীমা) ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তাঁর মনোনীত (নমিনি) ব্যক্তি ২ লক্ষ টাকার একটি অর্থ পাবেন।

Permanent Total Disability– যদি বীমাকৃত ব্যক্তি স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন, যেমন দুটি চোখের দৃষ্টি হারানো বা দুটি হাত বা পায়ের ক্ষতি, তাহলে তিনি ২ লক্ষ টাকা পাবেন।

Permanent Partial Disability– যদি বীমাকৃত ব্যক্তির স্থায়ী আংশিক অক্ষমতা হয়, যেমন একটি চোখের দৃষ্টি হারানো বা একটি হাত বা পায়ের ব্যবহার বন্ধ হয়ে যাওয়া, তাহলে তিনি ১ লক্ষ টাকা পাবেন।

বার্ষিক প্রিমিয়াম– প্রিমিয়ামের পরিমাণ খুবই কম, বছরে মাত্র ২০ টাকা (বর্তমান হারে), যা বীমাকৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হয়।

PMJJBY বা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা

Life Insurance Coverage– গ্রাহকের মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি ২ লক্ষ টাকার এককালীন অর্থ পাবেন।

Affordable Premium– বছরে মাত্র ৪৩৬ টাকার প্রিমিয়াম যা অনেকটাই কম, এবং সবার সাধ্যের মধ্যে। সবাই এর সুবিধা নিতে পারে।

Renewable Coverage- এই পলিসি প্রতি বছর রিনিউ করা যায়, যাতে আপনার বীমা চালু থাকে।

Automatic Premium Deduction– প্রিমিয়ামের টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হয়, তাই সময়মতো পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই।

যোগ্যতা– ১৮ থেকে ৫০ বছর বয়সী যাঁদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

কিভাবে বীমা বন্ধ করবেন?

যদি আপনারা চান যে না আমরা এই ধরনের বীমা করবো না। আমাদের এই ধরনের বীমার প্রয়োজন নেই। তাহলে আপনারা ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে, একটা সাদা কাগজে দরখাস্ত করবেন, এবং ব্যাঙ্কের ম্যানেজারকে দিয়ে বলবেন যে আমি এই বীমা প্রকল্পে অন্তর্ভুক্ত থাকতে চাই না। আমার নামটা কেটে দিন। তাহলে বীমা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে।

কিভাবে এই ইন্সুরেন্স চালু করবেন?

বীমা করা নেই? নতুন করে এই ধরনের বীমা করতে চাইছেন? সেক্ষেত্রেও আপনারা ব্যাঙ্কের ব্রাঞ্চে যাবেন। গিয়ে বলবেন যে আমি এই ধরনের বীমা করাতে চাই। ব্যাঙ্ক থেকে আপনাকে ইন্সুরেন্সের ফর্ম দেবে। ফর্মটা আবেদনকারীর এবং নমিনির তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করে জমা দিলেই আপনার নামে ইন্সুরেন্স চালু হয়ে যাবে।

যাদের এখনো টাকা কাটেনি, যদি আপনাদের এই ধরনের বীমা করা থাক্‌ বা এই ধরনের যদি SMS এসে থাকে তাহলে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেবে। অবশ্যই কিন্তু আপনারা ব্যাঙ্কের ব্যালেন্স মেইন্টেন করে রাখবেন।

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment