১লা ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে ৫টি নিয়ম! গ্যাসের দাম, ATM ফি, ব্যাঙ্কের মিনিমাম ব্যালেন্স।

নতুন বছরের প্রথম মাসেই একের পর এক ধামাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার গুলি। তবে এবারে শেষ হতে চলেছে সেই বছরের প্রথম জানুয়ারি মাস। তবে ভারতবর্ষের জন্য একাধিক চমক আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের শুরুতেই। নতুন মাসের শুরুতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, ATM চার্জ এবং একাধিক ব্যাংকের নিয়মে আসতে চলেছে বিরাট পরিবর্তন।
প্রতিটি ভারতবর্ষের বাসিন্দার কাছেই মূল্যবৃদ্ধির শহরে জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসেই বসতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন। এর ফলে এই নতুন মাসে একাধিক পরিবর্তন দেখবে ভারতবাসী।
ATM এর নিয়মে পরিবর্তন
ATM কার্ড এসে মানুষের জীবন অনেক সহজ সরল করে দিয়েছে। প্রতিদিন এটিএম কার্ডের মাধ্যমে নিজের প্রয়োজন অনুযায়ী টাকা তোলা বা অনলাইন মাধ্যমে লেনদেন সম্ভব হয়ে থাকে। ATM এর সাহায্যে কয়েকবার টাকা তোলা যায় সম্পূর্ণ বিনামূল্যে।
এরপর থেকে ২০ টাকা চার্জ দিতে হয় গ্রাহকদের। চলতি বছরের নতুন মাসে এই নিয়মে আস্তে চলেছে পরিবর্তন। এবার থেকে অতিরিক্ত লেনদেনের জন্য ব্যাংকের নিজস্ব ব্রাঞ্চ থেকে টাকা তুললে ২৫ টাকা এবং অন্য ব্রাঞ্চ থেকে টাকা তুললে ৩০ টাকা চার্জ দিতে হবে।
ব্যাংকের মিনিমাম ব্যালেন্সে পরিবর্তন
প্রতিটি ব্যাংকই তাদের গ্রাহকদের জন্য ন্যূনতম একটি ব্যালেন্স মেন্টেন করার কথা বলে থাকে। এতদিন পর্যন্ত মাত্র ২০০০ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স রাখলে সেই একাউন্টে সক্রিয় রাখা হতো ব্যাংকের পক্ষ থেকে।
তবে নতুন মাসের শুরুতে এই নিয়মে আসতে চলেছে পরিবর্তন। এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এবার থেকে ২৫০০ টাকা মিনিমাম একাউন্ট ব্যালেন্স রাখতে হবে। এছাড়াও SBI বা কানাডা ব্যাঙ্ক গুলিতেও এই মিনিমাম ব্যালেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
LPG, CNG এবং PNG র দামে পরিবর্তন
প্রতি মাসেই তেল সরবরাহকারী সংস্থাগুলির পক্ষ থেকে বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখেই এই সমস্ত সংস্থার পক্ষ থেকে জ্বালানি এবং তেলের দাম পরিবর্তন করা হবে বলে জানা যাচ্ছে।
সুদের হারে পরিবর্তন
প্রত্যেকটি মাসের শুরুতে বিভিন্ন ধরনের বিনিয়োগকারী প্রকল্পের সুদের হারে পরিবর্তন আনা হয়। এর পাশাপাশি একাধিক নতুন বিনিয়োগ প্রকল্প নিয়ে আসে ব্যাংকগুলি। চলতি বছরের পরবর্তী মাসে সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের ০.৫০% বেশি হারে সুদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।