New PAN Card: 30 দিনের মধ্যে পাবেন নতুন এই প্যান কার্ড! কত টাকা লাগবে জেনে নিন
বর্তমান ডিজিটালাইজেশনের যুগে কোন কিছুই আর পিছিয়ে নেই। অফিস থেকে শুরু করে বিদ্যালয় সব কিছুই বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে হয়ে থাকে। তাই এই দৌড়ে এবার পিছিয়ে নেই সরকারি নথিপত্র গুলিও।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন মাস পড়ার সাথে সাথেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে PAN 2.0 প্রকল্প শুরু করার। এই প্রকল্পের মাধ্যমে আমার আপনার সকলেরই প্যান কার্ড গুলি ডিজিটালাইজ করে দেওয়া হবে। এছাড়াও এই কার্ডের রয়েছে বেশ কিছু সুযোগ সুবিধা।
সবেমাত্র ডিসেম্বর মাস শুরু হয়েছে আর এই মাসের শুরু থেকেই ভারতবর্ষে প্যান কার্ড নিয়ে চলছে বিস্তর আলোচনা। এর কারণ অবশ্যই কেন্দ্রীয় সরকারের PAN 2.0 প্রকল্প।
এই প্রকল্প নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা যাচ্ছে খবরের কাগজ থেকে ইন্টারনেটের পাতায়। আজকের এই প্রতিবেদনটি থেকে অবশ্যই আপনার মনে আসা সমস্ত প্রশ্নের উত্তর গুলি জেনে নিতে পারবেন।
PAN 2.0 প্রকল্প শুরু হলে কি পুরনো প্যান কার্ড দিয়ে বাতিল হয়ে যাবে?
PAN 2.0 প্রকল্প শুরু হওয়ার সাথে পুরনো প্যান কার্ড বাতিল হওয়ার কোনরকম সম্পর্ক নেই। কারণ নতুন প্যান কার্ডের মাধ্যমে প্যান কার্ডের কোনরকম ডিটেলস এর পরিবর্তন করা হচ্ছে না বরং এটি পুরনো প্যান কার্ডেরই একটি আপগ্রেডেড ভার্সন বলা যেতে পারে।
সময় উন্নত হওয়ার সাথে সাথে প্যানকার্ডও হতে চলেছে উন্নত। তাই আপনার পুরনো প্যান কার্ডটিতে QR বার সংযোজন করে সেটিকে আরও উন্নত করে তোলার চেষ্টায় কেন্দ্রীয় সরকার।
কারা এই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
ভারতবর্ষের যে কোন নাগরিক যাদের ইতি মধ্যেই প্যান কার্ড রয়েছে তারা অবশ্যই নতুন ভার্সনের জন্য আবেদন জানাতে পারবেন।
কীভাবে আবেদন করতে হবে?
আবেদনকারী কে NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপগ্রেড প্যান কার্ডের জন্য আবেদন জানাতে হবে। এর জন্য প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইলের ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে নতুন প্যান কার্ডের আবেদন জানাতে হবে।
আবেদন জানানোর ৩০ মিনিটের মধ্যেই আবেদনকারীর ইমেইল আইডিতে চলে আসবে নতুন প্যান কার্ড।
নতুন প্যান কার্ডের মাধ্যমে কোন কোন সুবিধা পাবেন?
১) নতুন প্যান কার্ডের QR কোডের মাধ্যমে খুব সহজেই তথ্য যাচাই করন সম্ভব হবে।
২) প্যানের বিভিন্ন পরিষেবা হয়ে উঠবে দ্রুত এবং সহজ সরল।
৩) করদাতার বিভিন্ন পরিষেবা সহজ হবে।
৪) প্যান কার্ড এবং গ্রাহকের অন্যান্য ডিটেলস আরো বেশি সুরক্ষিত হয়ে উঠবে।
ইতিমধ্যে এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। তাই আপনার প্যান কার্ড দিয়ে যদি এখনও পুরনো আমলের হয়ে থাকে তাহলে এই সুযোগে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে নিজের প্যান কার্ডটি নতুন যুগের সাথে সাথে পরিবর্তন করে নতুন করে তুলুন।