মাধ্যমিক পাস যোগ্যতায় ওয়ার্ক ফ্রম হোম ইন্টার্নশিপ কোর্স। ঘরে বসে কাজ করে পান ১৪,০০০ টাকা!

ওয়ার্ক ফ্রম হোম ইন্টার্নশিপ কোর্স -এর ঘোষণা! চাকরিপ্রার্থীদের জন্য রইল দুর্দান্ত খবর। ইন্টার্নশিপের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির কনসেপ্টটা এখন আর খুব একটা নতুন নয়। বর্তমানে শিক্ষাজীবন থেকে কর্মজীবনে ঢোকার আগে ইন্টার্নশিপ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অল্প কয়েক মাসের কাজের অভিজ্ঞতা থাকলে অত্যন্ত সহজে চাকরি পাওয়া যায়।
সম্প্রতি ন্যাশনাল ইন্টার্নশিপ পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা একাধিক বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি প্রতিমাসে মিলবে ১৪,০০০/- টাকার মোটা বেতন। তাহলে আর দেরি কিসের? এখনই আজকের প্রতিবেদনটি পড়ে এই ইন্টার্নশিপ সম্পর্কে জেনে নাও, আর আবেদনটা সেরে ফেলো।
ইন্টার্নশিপ কী?
অনেক সময় এই শিক্ষা জীবন থেকে মানুষ সরাসরি কর্মজীবনের প্রবেশ করতে পারেন না। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে উচ্চশিক্ষিতের সংখ্যা বেড়ে গিয়েছে। সেই কারণেই অতিরিক্ত দক্ষতার উপর ভিত্তি করেই নিয়োগ করছে সংস্থা গুলি।
এই অতিরিক্ত দক্ষতা শিখতে শিক্ষাজীবনের পরে ইন্টার্নশিপ করা জরুরী। সাধারণত ৬ মাস থেকে ১ বছরের internship কোর্সের শেষে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পাওয়া যায়। এটি পরবর্তীকালে চাকরি পেতে অনেকটা সহায়তা করে।
নিয়োগ কারী সংস্থা | Zencast Private Limited |
ইন্টার্নশিপের বিষয় | Securing Industrial Control Systems ICS With Cybersecurity |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, ডিপ্লোমা ইত্যাদি |
পদের নাম | বিবিধ |
শূন্য পদের সংখ্যা | ৩২টি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
ইন্টার্নশিপ সম্পর্কিত তথ্য:
জাতীয় ইন্টারসিপ পোর্টালে আপলোড হওয়ার এই ইন্টার্নশিপ কোর্সটি মোট ১০ সপ্তাহ ধরে চলবে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা ইচ্ছুক রয়েছো, তাদেরকে উল্লেখিত বিষয়টি মোট ২ মাস ২ সপ্তাহ ধরে শেখানো হবে। এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই তোমরা ইন্টার্নশিপ টিতে অংশগ্রহণ করতে পারবে। ইন্টার্নশিপের শেষে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পাবে।
মাসিক বৃত্তির পরিমাণ
এই ইন্টার্নশিপ চলাকালীন প্রতিমাসে ১৪,০০০/- টাকা বৃত্তি পাবেন নিযুক্ত কর্মীরা।
আবেদনের যোগ্যতা
এই ইন্টার্নশিপ কোর্সে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তবে প্রতিটি চাকরি প্রার্থীর এখানে আবেদন জানানোর জন্য নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা প্রথমেই AICTE internship লিখে সার্চ করো।
এরপরে সরকারি পোর্টালটিতে একটু স্ক্রল করে ‘Find an Internship’ অপশনটি বেছে নাও।
এরপর নিচে দেওয়া শূন্যস্থানে নিজের শহরের নাম উল্লেখ করো।
এই কাজ হয়ে গেলে অনলাইনে পরবর্তী ধাপ অর্থাৎ আবেদনপত্র পূরণ করে নাও।
একের পর এক যথাযথ তথ্যের সাথে প্রত্যেকটি ধাপ পূরণ কর এবং সবশেষে সাবমিট করে দাও।
আবেদনের সময়সীমা: ০৬/০৪/২০২৫ থেকে ০১/০৫/২০২৫