আজকের দিনে দাঁড়িয়ে দেশে কিংবা রাজ্যে বেকারত্ব একটি অন্যতম বড় সমস্যা। শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ার সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে না কর্মসংস্থান। যার কারণেই সারা দেশে প্রতি মুহূর্তে বেড়ে চলেছে বেকারত্বের হার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও এই বিষয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত।
পশ্চিমবঙ্গ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেকার যুবক যুবতীদের জন্য চালু থাকা বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকারত্বের হার কমানোর দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছে রাজ্য সরকার।
যুবশ্রী প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য বিভিন্ন তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাই অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
Yuvsahree Prakalpo
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকারত্ব দূরীকরণের ভার গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের বেকার যুবক যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং চাকরির বন্দোবস্ত করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। এর পাশাপাশি প্রতি মাসে আর্থিক ভাতার ব্যবস্থাও রয়েছে এই প্রকল্পে।
আবেদনের যোগ্যতা
১) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার্ড থাকতে হবে।
৩) আবেদনকারীকে কোনরকম সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে চলবে না।
৪) ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই এখানে আবেদন করা যায়।
৫) আবেদনকারীকে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন চালাতে পারেন।
৬) পরিবারের একজন সদস্য এই প্রকল্পের আওতায় আসতে পারবে।
প্রকল্পের সুযোগ সুবিধা
এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে সফট স্কিল ট্রেনিং, বেসিক কমিউনিকেশন ট্রেনিং, বেসিক আইটি ট্রেনিং এবং অন্যান্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি করা হয়। এই প্রকল্পের উপভোক্তারা নিজের পছন্দমত যেকোন বিষয়ের উপর প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিমাসে ১৫০০/- টাকা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকছে।
Yuvsahree Prakalpo Online Apply 2025
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করে এই প্রকল্পের লাভ নিতে পারেন। প্রতিবছর বিভিন্ন সময়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর পক্ষ থেকে যোগ্য যুবশ্রী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তাই নতুন বছরে নিজের নামটি এই প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিয়ে দিন।