ইন্টার্নশিপ

Work From Home In Bengali: বাংলা ভাষায় ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ! প্রতিদিন আয় হবে ১৮০০ টাকা।

Work From Home In Bengali: নতুন বছরের শুরুতেই বাড়িতে বসে কাজ করে লক্ষ লক্ষ টাকার রোজগারের সুযোগ রয়েছে একেবারে হাতের মুঠোয়। এখানে নূন্যতম যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

এই কোম্পানিতে আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না চাকরিপ্রার্থীদের। নিয়োগ সম্পর্কিত তথ্য বিশদে জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ে নেবেন। বাড়িতে থেকে নিজের সময় মত কাজ করার সুবিধা পাওয়ার জন্য বৃহৎ ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের লাভ হয়েছে।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

এর ফলে বাড়ির গৃহিণীরাও কাজ করে পরিবারের পাশে দাঁড়াতে সক্ষম হচ্ছেন। আজকে আমরা যে চাকরির উপায়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, সেখানে (Work From Home In Bengali) শুধুমাত্র এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করেই প্রতি মাসে ভালো রোজগার করতে পারবেন প্রার্থীরা।

নিয়োগকারী সংস্থা

স্পীচ রিকগনিশন ইন এগ্রিকালচার এন্ড ফিনান্স ফর দা পুওর ইন ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে।

Post & Work Details of Work From Home In Bengali

এখানে অনুবাদক কাম বক্তা হিসাবে কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিকে বিভিন্ন ধরনের ক্রিপ্ট দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। সেই স্ক্রিপ্টটি ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝে নিয়ে, কর্মীদের নিজের মাতৃভাষায় অনুবাদ করে নিতে হবে। তারপরে ভারতের বিভিন্ন দরিদ্র শ্রেণীর মানুষদের বোঝানোর জন্য একটি বক্তব্য রেকর্ড করে পাঠাতে হবে।

Read More: ৪০ হাজার শুন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন।

আবেদনকারীর যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রতিটি আবেদনকারীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরাও আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটারের সাধারণ জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি টাইপিং এর যথেষ্ট দক্ষতা রয়েছে এমন ব্যক্তিদের এখানে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

Vacancy of Work From Home

সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম শূন্য পদের ঘোষণা করা হয়নি। যতক্ষণ পর্যন্ত এই কাজের ভ্যাকেন্সি রয়েছে ততক্ষণ পর্যন্ত চাকরি প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে। তাই ইচ্ছুক প্রার্থীরা যত শীঘ্র সম্ভব আবেদন সেরে ফেলুন।

মাসিক বেতন

এখানে কর্মীদের কাজের উপর নির্ভর করে ভালো মানের বেতন প্রদান করা হবে।

H0w to Apply for Work From Home In Bengali in 2025?

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ অপশন এ ক্লিক করে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য একটি Google ফর্ম যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে এবং সবশেষে এটি জমা করে দিতে হবে। আবেদনের জন্য এখানে কোনরকম আবেদন মূল্য নেওয়া হচ্ছে না।

ভিডিও টা দেখে আবেদন করুন

Important Links

Official WebsiteClick Here
Official NoticeDownload Pdf
Direct Apply LinkGoogle Form Link

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button