TCS Recruitment 2025: TCS ৪০ হাজার কর্মী নিয়োগ করছে! ফ্রেশারদের জন্য কাজের মহাসুযোগ।
ম্যানপাওয়ার জোগাড় করার জন্যেই TCS এই বছরে নিয়োগ করতে চলেছে ৪০ হাজার ফ্রেশার কর্মীকে। কোম্পানির তথ্য অনুযায়ী ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৫,৩৭০ জন কর্মী সংখ্যায় ঘাটতি দেখা গিয়েছে।
TCS Recruitment 2025: কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে টাটা কনসালটেন্স সার্ভিসেস (Tata Consultancy Services) বা TCS এর উদ্যোগে নিয়োগ করা হবে ৪০ হাজার চাকরিপ্রার্থীকে।
নতুন বছরে TCS-এর পক্ষ থেকে এটি অন্যতম দুর্দান্ত প্রচেষ্টা। এখানে কোনরকম অভিজ্ঞতা ছাড়াই চাকরিপ্রার্থীদের নিয়োগ করবে টিসিএস। ভারতবর্ষের যে কোন প্রান্ত থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
TCS Recruitment 2025
ভারতবর্ষে ইতিমধ্যেই যে পরিমাণে প্রতি বছর শিক্ষিত চাকরিপ্রার্থীদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেই তুলনায় বৃদ্ধি পাচ্ছে না শূন্য পদের সংখ্যা। কোম্পানিরগুলির ক্যাপাসিটি অনুযায়ী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। সেখানে সবথেকে যোগ্য চাকরিপ্রার্থীদের মাঝে হারিয়ে যাচ্ছে বহু যোগ্য ব্যক্তিরা। তবে নতুন বছরের নতুন উদ্যোগে চাকরিপ্রার্থীদের সামনে আসতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস।
রতন টাটার এই কোম্পানির বরাবরই একটি দৃষ্টান্ত সৃষ্টি করে এসেছে ভারতবর্ষে। TCS চিফ হিউম্যান রিসোর্স অফিসার (Chief Human Resource Officer) মিলিন্দ লক্কর স্পষ্টভাবে জানিয়েছেন যে চলতি বছরেও সম্পূর্ণ অনভিজ্ঞ চাকরি প্রার্থীদের নিয়ে নতুন যাত্রা শুরু করতে চায় TCS। এখানে সম্পূর্ণভাবে কলেজ ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করতে চলেছে TCS। কর্মজীবনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াও তরুণ প্রজন্মের প্রতিভাকে কাজে লাগিয়ে কোম্পানির অগ্রগতিতে বিশ্বাসী TCS।
Read More: কেন্দ্রের ফ্রি স্প্রে মেশিন যোজনা! ওষুধ দেবার মেশিন পাবেন একদম বিনামুল্যে।
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি তাদের অগ্রগতি করতে প্রচেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরো বেশি স্বনির্ভর এবং কৌশলপূর্ণ করে তোলার উদ্যোগে প্রয়োজন হয় বিপুল পরিমাণে ম্যানপাওয়ারের। এই ম্যানপাওয়ার জোগাড় করার জন্যেই TCS এই বছরে নিয়োগ করতে চলেছে ৪০ হাজার ফ্রেশার কর্মীকে।
২০২৪ সালে TCS-এর সর্বমোট কর্মী সংখ্যায় ঘাটতে দেখা গিয়েছে। যেখানে এই কোম্পানিতে ৬১২,৭২৪ জন কর্মী ছিলেন সেপ্টেম্বর মাসে। এই সংখ্যা কমে গিয়ে ডিসেম্বর মাসে দাঁড়িয়েছে ৬০৭,৩৫৪ জনে। কোম্পানির তথ্য অনুযায়ী ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৫,৩৭০ জন কর্মী সংখ্যায় ঘাটতি দেখা গিয়েছে। এই কারণেই চলতি বছরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস।
গত বছরে কর্মীসংখ্যায় এই ঘাটতি কোম্পানির কাছে খুব বেশি ক্ষতিকর নয়। এই অল্প সংখ্যক ক্ষতি পূরণের জন্য চলতি বছরে আরো বেশি পরিমাণে কর্মী নিয়োগ করা হবে টিসিএস এর পক্ষ থেকে। যেখানে ইতিমধ্যেই ১১,১৭৮ জন কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। চলতি বছরে আরও ৪০ হাজার চাকরিপ্রার্থীকে কাজের সুযোগ করে দেওয়ার মাধ্যমে কোম্পানির সার্বিক উন্নতি হবে বলেই আশা টিসিএসের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লক্করের।