সামনের গরমের ছুটিতে ইন্টার্নশিপ করে নাও! কেন্দ্র-অধীনস্থ সংস্থা দেবে প্রশিক্ষণ।

By: WB Tathya

On: March 8, 2025

Follow Us:

Summer Internship 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

বিগত প্রায় এক বছর ধরে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণকে অত্যন্ত পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের স্নাতক ডিগ্রী সম্পন্ন করেছেন অথচ চাকরি পাচ্ছেন না, তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করছে কেন্দ্রীয় সরকার।

মূলত দেশের বেকারত্বের হার কমানোর লক্ষ্যেই কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা থেকে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। কর্মজীবনের অভিজ্ঞতা থাকলে চাকরি পেতেও অত্যন্ত সুবিধা হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এর পক্ষ থেকে এক ইন্টার্নশিপ প্রকল্প শুরু করা হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে চাকরিপ্রার্থীরা কর্মজীবনের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হতে পারবেন। এই বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো। তাই ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন।

কেন্দ্রীয় সরকারের Internship প্রকল্পে আবেদনের যোগ্যতা

১) কেন্দ্রীয় সরকার অধীনস্থ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) সংস্থায় ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপ এর জন্য নিয়োগ করা হচ্ছে।

২) এগ্রিকালচারাল, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, মেকাট্রনিক্স, বায়োটেকনোলজি, বায়োকেমিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, ম্যানুফ্যাকচারিং, মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস, কেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেছেন এমন ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন জানাতে পারবেন।

৩) এই পদে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের ষষ্ঠ সেমিস্টার পাস করে থাকতে হবে।

৪) এ সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ডিভিশনে এবং তাদের সেমিস্টার পরীক্ষায় নূন্যতম ৭.৫ সিজিপিএ নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারাই এখানে আবেদন জানাতে পারবেন।

ইন্টার্নশিপের সময়কাল এবং অন্যান্য তথ্য

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এর পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে শিক্ষার্থীদের মোট চার থেকে আট সপ্তাহের internship প্রশিক্ষণ দেওয়া হবে।

চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত এটি চলবে বলেও জানানো হয়েছে। এই ইন্টার্নশিপটি সিএসআইআর দুর্গাপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে। ইচ্ছুক শিক্ষার্থীদের ২০২৫ সালের মে মাসের ৩১ তারিখের মধ্যে নিজেদের আবেদন জানিয়ে ফেলতে হবে।

আবেদন পদ্ধতি

এখানে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে প্রতিষ্ঠানের স্কিল অ্যান্ড ইনোভেশন প্রোমোশন গ্রুপের শীর্ষ আধিকারিকের কাছে আবেদনপত্র পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে তবেই জমা দিতে হবে।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements