রাজ্যের একটি স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী-পুরুষ সকলেই এখানে আবেদনযোগ্য। আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
কি কি পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, শুন্যপদ, বয়সসীমা কি রয়েছে? নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে? আবেদন কিভাবে করবেন? বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২৯/১১/২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ০৯/১২/২০২৪ |
পদের নাম- গার্লস ও বয়েস দুটি হোস্টেলেই তিনটি করে কর্মী নিয়োগ চলছে। যা হল- সুপারিনটেনডেন্ট (১টি), কুক (১টি), হেল্পার (১টি)। সুপারিনটেনডেন্ট পদে ছাত্রীদের হোস্টেলে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
বয়সসীমা- সাধারন প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। SC/ST কাস্টদের বয়স ২১ থেকে ৪৫ বছর। এবং OBC প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৩ বছরের মধ্যে হতে হবে। সব ক্ষেত্রেই ০১.১২.২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।
পারিশ্রমিক
পদের নাম | পারিশ্রমিক |
সুপারিনটেনডেন্ট | ১০,০০০/- টাকা |
কুক | ৭০০০/- টাকা |
হেল্পার | ৫০০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | পারিশ্রমিক |
সুপারিনটেনডেন্ট | যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। চাকরি চলাকালীন ২৪ ঘন্টাই হোস্টেলে থাকতে হবে। |
কুক | শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ। |
হেল্পার | শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা। |
নিয়োগ প্রক্রিয়া-
১) সুপারিনটেনডেন্ট পদে: লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ ক্রয়া হবে। মোট নম্বর ৫০। বিভিন্ন বিষয়ের ওপর ১ নম্বর করে ৩০টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হবে। ১০ নম্বরের একটি বাংলা ও ১০ নম্বরের একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে।
২) কুক ও হেল্পার পদের ক্ষেত্রে: ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাংলা, অঙ্ক ও সাধারন জ্ঞানের উপরে ৫০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে।
কর্মস্থলের বিবরন: থাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে, নলডিহি, পোস্ট- রাউতা, থানা- কেশপুর, জেলা- পশ্চিম মেদেনীপুর। প্রার্থকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে, আবেদনকারীদের বাসস্থান কেশপুর ব্ল এলাকার মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া- অফিশিয়াল বিজ্ঞপ্তির সাথে আবেদন পত্র দেওয়া রয়েছে। নীচের লিঙ্ক থেকে ফর্ম ডাউনলোড করে, তা A4 পেপারে প্রিন্ট করে নাও। এরপরে, সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করো। এরপরে, ডকুমেন্ট জেরক্স করে আবেদন পত্রের সাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দাও।
আবেদন পত্রের সাথে যে সমস্ত ডকুমেন্ট পাঠাবে-
১) বয়সের প্রমানপত্র: মাধ্যমিকের এডমিট/জন্ম শংসাপত্র/স্বীকৃত স্কুলের শংসাপত্র।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া গ্রাজুয়েশন পাশের মার্কসীট/অষ্টম শ্রেণী পাশের মার্কসীট।
৩) পরিচয়ের প্রমানপত্র: আধার কার্ড/ভোটার কার্ড (যেকন একটি)।
৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
৫) পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি (বিগত ছয় মাসের মধ্যে তোলা)।
প্রত্যেকটি ডকুমেন্ট জেরক্স করে আবেদন পত্রের সাথে পাঠাবেন।